For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবার বন্ধ থাকবে লখনউ-এর মসজিদগুলো! করোনা আবহে বড় সিদ্ধান্ত যোগী রাজ্যে

Google Oneindia Bengali News

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আজ থেকে দেশের বিভিন্ন ধর্মীয় স্থান খুলছে। কিন্তু লখনউ-এর মসজিদগুলিতে শুক্রবারের নমাজ পাঠ বন্ধ থাকবে। বড় ইমামবাড়ার আশাফি মসজিদের ইমাম মৌলানা কালবে জাওয়াদ জানান, 'মসজিদে একজন করে এসে প্রার্থনা করতে পারেন। কিন্তু নমাজের জন্য কোনও জমায়েত করা যাবে না। কেন্দ্রের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।'

কেন্দ্রের নির্দেশ মেনে জামাত সম্ভব নয়

কেন্দ্রের নির্দেশ মেনে জামাত সম্ভব নয়

মজলিস-এ-উলামা-এ-হিন্দের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, 'জামাতের সময় দু'জন প্রার্থনারত মানুষের মধ্যে ছয় ফুট দূরত্ব রাখা সম্ভব নয়। সাধারণ মানুষ আলাদাভাবে মসজিদে প্রার্থনা করতে পারেন। কিন্তু কেন্দ্রের নির্দেশ মেনে জামাত সম্ভব নয়।'

আশাফি মসজিদে জুম্মার নমাজ হবে না

আশাফি মসজিদে জুম্মার নমাজ হবে না

তিনি আরও বলেন, 'শুক্রবারের নমাজ় পাঠের জন্য মসজিদগুলোতে যথেষ্ট ভিড় হয়। যদি আশাফি মসজিদে শুক্রবারের জামাতের জন্য অনুমতি দেওয়া হয়, তাহলে ভিড় সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। যতদিন ছ'ফুট দূরত্ব মেনে চলতে হবে এবং কোরোনা পরিস্থিতির উন্নতি না হচ্ছে, ততদিন আশাফি মসজিদে জুম্মার নমাজ হবে না।'

১৯ মার্চ থেকে জুম্মা প্রার্থনা বন্ধ

১৯ মার্চ থেকে জুম্মা প্রার্থনা বন্ধ

আশাফি মসজিদে গত ১৯ মার্চ থেকে জুম্মা প্রার্থনা বন্ধের ঘোষণা করেন মৌলানা কালবে জাওয়াদ। আজ থেকে হুসেইনাবাদ অ্যান্ড অ্যালায়েড ট্রাস্টের অধীনে বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, শাহনাজ়াফ প্রার্থনার জন্য খুলে যাচ্ছে। কিন্তু কোনওরকম জমায়েত বা প্রার্থনার অনুমতি দেওয়া হয়নি। তবে পর্যটকদের জন্য এই স্থানগুলি খুলছে না।

মসজিদ না খুললেও খুলেছে রামমন্দির

মসজিদ না খুললেও খুলেছে রামমন্দির

এদিকে এদিনই খুলেছে অযোধ্যার অস্থায়ী রামমন্দির খুলেছে। করোনা আবহে দীর্ঘ আড়াই মাস বন্ধ ছিল মন্দির, মসজিদ সহ দেশের সব ধর্মস্থানের দরজা। আজ থেকে আনলক ১-র নির্দেশিকা মেনে আজ থেকে খুলেছে মন্দিরের দরজা। করোনা বিধি মেনে আপাতত বন্ধ প্রসাদ বিতরণ। এমনকী দেব দর্শনেও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে।

<strong>ভারত সীমান্তের পরিস্থিতি নিয়ে অমিত শাহকে কটাক্ষ রাহুল গান্ধীর! উত্তপ্ত ভার্চুয়াল রাজনৈতিক ময়দান</strong>ভারত সীমান্তের পরিস্থিতি নিয়ে অমিত শাহকে কটাক্ষ রাহুল গান্ধীর! উত্তপ্ত ভার্চুয়াল রাজনৈতিক ময়দান

English summary
Mosques in lucknow to remain closed on friday even in unlockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X