For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর সেবকরা অযোধ্যায় মন্দির ধ্বংস করেছিল! ধর্মীয় নেতার দাবিতে চাঞ্চল্য

ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় কোনও সময়েই মসজিদ ছিল না। বিতর্কিত মন্তব্য করলেন দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী। একইসঙ্গে তাঁর দাবি, ১৯৯২-তে করসেবকরা মন্দিরের কাঠামো ধ্বংস করেছিল

  • |
Google Oneindia Bengali News

ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় কোনও সময়েই মসজিদ ছিল না। অযোধ্যা নিয়ে বিতর্কের মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী। একইসঙ্গে তাঁর দাবি, ১৯৯২ সালে করসেবকরা যে কাঠামো ধ্বংস করেছিল তা আসলে একটি মন্দিরের।

কর সেবকরা অযোধ্যায় মন্দির ধ্বংস করেছিল! ধর্মীয় নেতার দাবিতে চাঞ্চল্য

[আরও পড়ুন:শুধু তাজমহলই নয়, পবিত্র মক্কাতেও ছিল হিন্দু মন্দির! যোগীর রাজ্যে উঠল এমনই দাবি ][আরও পড়ুন:শুধু তাজমহলই নয়, পবিত্র মক্কাতেও ছিল হিন্দু মন্দির! যোগীর রাজ্যে উঠল এমনই দাবি ]

মধ্যপ্রদেশের ভোপালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শঙ্করাচার্য জানিয়েছেন, অযোধ্যায় রামের জন্মস্থানে মসজিদ কখনই ছিল না। তিনি আরও বলেছেন, আদালত অযোধ্যা নিয়ে স্থিতাবস্থা তুলে নিলেই সেখানে রাম মন্দির নির্মাণ করা যেতে পারে বলে জানিয়েছেন শঙ্করাচার্য।

তবে স্বামী স্বরূপানন্দ সরস্বতী বলেছেন, তিনি একজন শঙ্করাচার্য। তাঁর দায়িত্বই হল সনাতন ধর্মকে রক্ষা করা।

সুপ্রিম কোর্টে এখন রাম জন্মভূমি বাবরি মসজিদ নিয়ে শুনানি চলছে।

শঙ্করাচার্য বলেছেন, দেশে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হল দুর্নীতি। একেবারে গ্রাম স্তর থেকে রাজনীতিবিদরা নির্বাচনে প্রচুর টাকা খরচ করছেন বলে অভিযোগ করেছেন দ্বারকার শঙ্করাচার্য।

এফআইআর দায়ের করতেও পুলিশকে ঘুষ দিতে হয় বলে অভিযোগ করেছেন এই ধর্মীয় প্রধান।

যখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে বলেন, তখন তাঁকে কংগ্রেস সদস্য হিসেবে উল্লেখ করা হয়। এমনটাই বলেছেন শঙ্করাচার্য। তিনি বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময়ই তিনি কংগ্রেস সদস্য ছিলেন। সেই সময় কংগ্রেস ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করত। বর্তমানে তিনি ধর্মীয় নেতা। বলেছেন দ্বারকার শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী।

English summary
Mosque never existed at Lord Ram's birthplace in Ayodhya, claims Shankaracharya Swami Swaroopanand Saraswati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X