For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিবাদ জমি নিয়ে, নমাজ ইসলামের অবিচ্ছেদ্য অংশ কিনা তা নিয়ে নয়! কী বলছে সুপ্রিম কোর্ট

অযোধ্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে ২৯ সেপ্টেম্বর। তার আগে এদিন শীর্ষ আদালত অন্য একটি রায়ে জানিয়ে দিল, এই মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানো হবে না।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে ২৯ সেপ্টেম্বর। তার আগে এদিন শীর্ষ আদালত অন্য একটি রায়ে জানিয়ে দিল, এই মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানো হবে না। ২- ১ ব্যবধানে তিন বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নিল। তবে ঘটনা হল, এদিনের রায়ে আদালত মসজিদে নমাজ পড়া আবশ্যিক নয় বলে যে আগের রায় দান ছিল, সেটাকেই না বদলে রেখে দিয়েছে।

বিবাদ জমি নিয়ে, নমাজ ইসলামের অবিচ্ছেদ্য অংশ কিনা তা নিয়ে নয়

কারণ এই মামলাটি আসলে মসজিদের জমি নিয়ে। নমাজের সঙ্গে ইসলামের যোগ নিয়ে নয়। জমি অধিগ্রহণের প্রশ্নে আগেই আদালত জানিয়ে দিয়েছে, নমাজ ইসলামের অপরিহার্য অংশ তবে মসজিদ নয়। ফলে সরকার প্রয়োজনে মসজিদের জমি অধিগ্রহণ করতেই পারে। শুধু মসজিদ নয়, মন্দির ও চার্চের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এদিনের রায়ে মুখ্য বিচারপতি দীপক মিশ্রর পাশাপাশি বিচারপতি অশোক ভূষণ এই বিষয়ে সহমত পোষণ করেন। তবে বিচারপতি আজিজ দ্বিমত পোষণ করেন। তা সাংবিধানিক বেঞ্চে ঠেলতে চান।

[আরও পড়ুন: ২০১১-র সংগ্রামপুর বিষমদ কাণ্ডের রায় ঘোষণা, জেনে নিন বিস্তারিত][আরও পড়ুন: ২০১১-র সংগ্রামপুর বিষমদ কাণ্ডের রায় ঘোষণা, জেনে নিন বিস্তারিত]

১৯৯৪ সালে ইসলাম ফারুকি মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায়ে বলা হয়, মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়। এই মামলায় অযোধ্যার বিতর্কিত জমিতে সরকারি অধিগ্রহণের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা হয়। তাতে বলা হয়, সরকার কোনওভাবেই মসজিদে জায়গা নিতে পারে না।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের দ্বারস্থ সলমন, কোন ইস্যুতে এমন পদক্ষেপ নিলেন 'ভাইজান' ][আরও পড়ুন: সুপ্রিম কোর্টের দ্বারস্থ সলমন, কোন ইস্যুতে এমন পদক্ষেপ নিলেন 'ভাইজান' ]

এই প্রসঙ্গে, শীর্ষ আদালত আগের রায়কেই রেখে গিয়েছে। বারবার এটা স্পষ্ট করা হয়েছে, এই মামলা জমি অধিগ্রহণ সংক্রান্ত। সরকার চাইলে জমি অধিগ্রহণ করতেই পারে।

[আরও পড়ুন:সুপ্রিম কোর্টে 'নমাজ' রায়, মূল মামলার শুনানি ২৯ অক্টোবর থেকে][আরও পড়ুন:সুপ্রিম কোর্টে 'নমাজ' রায়, মূল মামলার শুনানি ২৯ অক্টোবর থেকে]

আদালত অযোধ্যার মূল মামলার শুনানি আগামী ২৯ অক্টোবর থেকে শুরু করবে। সেখানেও তিন সদস্যের বিচারপতির বেঞ্চই মামলা শুনবেন। তবে মুখ্য বিচারপতি সেইসময়ে বদলে যাবেন। কারণ ২ অক্টোবর অবসর নিচ্ছেন মুখ্য বিচারপতি দীপক মিশ্র।

[আরও পড়ুন: পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট][আরও পড়ুন: পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট]

English summary
Mosque and Islam: It is a question about acquisition and not religious practice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X