For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার মানল ধর্ম, মসজিদে হিন্দু বিয়ের আয়োজন

সমস্ত ধর্মীয় বিভেদ উপেক্ষা করেই এবার মসজিদে হিন্দু বিয়ের আয়োজন। কেরলের কায়ামকুলামে রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • |
Google Oneindia Bengali News

সমস্ত ধর্মীয় বিভেদ উপেক্ষা করেই এবার মসজিদে হিন্দু বিয়ের আয়োজন। কেরলের কায়ামকুলামে রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেরাভ্যালি মুসলিম জামাত মসজিদের তরফ থেকে গরিব কন্যার মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কেননা মেয়ের বিয়ে দেওয়ার মতো টাকা ছিল না ওই মহিলার হাতে।

কেরলে মসজিদে হিন্দুর বিয়ে

কেরলে মসজিদে হিন্দুর বিয়ে

মসজিদ কমিটির সেক্রেটারি নাজুমুদ্দিন আলুমুট্টিল জানিয়েছেন, সারা বিশ্বের কাছে এই ঘটনা একটি উদাহরণ হয়ে থাকল। মসজিদ চত্বরে হিন্দু দম্পতির বিয়ে হল। তিনি বলেন, প্রায় ১৪০০ বছর আগে মহম্মদ নবি মসজিদের দরজা খুলে দিয়েছিলেন খ্রিস্টান আর জুদাদের জন্য।

আলোচনার মাধ্যমে আয়োজন

আলোচনার মাধ্যমে আয়োজন

মসজিদ চত্বরে ঐতিহাসিক বিয়ের আয়োজনে সাজসজ্জাও ছিল বেশ। কন্যা অঞ্জু এবং বর সারথ ফুলের মালা অদলবদল করেন। অঞ্জু জানিয়েছেন, তাঁর ছোট ভাই এবং বন্ধু এই আয়োজন করেছেন। এটি আলোচনার মাধ্যমেই করা হয়েছে। এই কাজে তারা খুশি বলেও জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী অভিনন্দন বার্তা

মুখ্যমন্ত্রী অভিনন্দন বার্তা

বিয়ের অঙ্গ হিসেবে মসজিদ চত্বরে নিরামিষ খাবার বিতরণ কা হয়। বিয়ের অনুষ্ঠানের পরেই মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ফেসবুকে নব দম্পতিকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী নবদম্পতির পাশাপাশি পরিবারের সদস্য এবং মসজিদ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

English summary
Mosque in Kerala hosts hindu marriage ceremony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X