করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ আঙ্গাড়ির জীবনাবসান
করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ আঙ্গাড়ির জীবনসাবসান হয়েছে এদিন। ৬৫ বছরের এই বিজেপি নেতা রেলের প্রতিমন্ত্রী ছিলেন। উল্লেখ্য করোনার জেরে দেশের বহু মন্ত্রী পর্যায়ের নেতাই এই মুহূর্তে অসুস্থ। তবে সুরেশ আঙ্গাড়িই প্রথম মন্ত্রী দেশের যিনি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। তাঁর প্রয়াণে এদিন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সকলেই শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় প্রধান জেপি নাড্ডাও।

মন্ত্রী সুরেশ আঙ্গাড়ি গত ১১ সেপ্টেম্ব র করোনায় পজিটিভ হয়েছিলেন। প্রথমে তিনি উপসর্গহীন ছিলেন।, এরপর তিনি জানান যে তিনি আগের থেকে সুস্থ বোধ করছেন। এরপরই তাঁর শরীরে অসুস্থতা বাড়ে। তাঁকে ভর্তি করতে হয় স্থানীয় হাসপাতালে। তিনিই কর্ণাটকের দ্বিতীয় সাংসদ যিনি করোনার জেরে প্রয়াত হলেন।
উল্লেখ্য কর্ণাটকের বেলগাভি থেকে সুরেশ আঙ্গাড়ি পর পর ৪ বার সাংসদ নির্বাচিত হন। এর আগে বিজেপির রাজ্যসভা সাংসদ অশোক গাস্তি প্রয়াত হন করোনার জেরে। তিনিও ছিলেন কর্ণাটকের সাংসদ।