For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়েনি মৃত্যুহার, দ্বিতীয় পর্বে চিন্তা বাড়াচ্ছে শ্বাসকষ্টের সমস্যা, মত আইসিএমআর প্রধানের

বাড়েনি মৃত্যুহার, দ্বিতীয় পর্বে চিন্তা বাড়াচ্ছে শ্বাসকষ্টের সমস্যা, মত আইসিএমআর প্রধানের

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় দফায় ফের নতুন করে গোটা দেশে চোখ রাঙাচ্ছে মারণ করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যাতেও নিত্যনতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতে। এমনকী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার কবলে পড়েছেন ২ লক্ষ ৭৩ হাজারের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এদিকে দেশজোড়া করোনা উদ্বেগের মাঝেও মৃত্যুহার নিয়ে খানিক স্বস্তির কথা শোনালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিজি বলরাম ভার্গব। এমনকী পরিসংথ্যান দেখিয়ে তিনি দাবি করেন প্রথম দফার সাথে দ্বিতীয় দফার করোনা সংক্রমণে মৃত্যুহারে বিশেষ পরিবর্তন হয়নি।

বাড়েনি মৃত্যুহার, দ্বিতীয় পর্বে চিন্তা বাড়াচ্ছে শ্বাসকষ্টের সমস্যা, মত আইসিএমআর প্রধানের

উল্টে দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণে আক্রান্তদের শ্বাসকষ্টের সমস্যা আগের থেকে অনেকটাই বেড়েছে বলে জানান তিনি। যার ফলে অক্সিজেনের চাহিদাও আগের থেকে বহু গুণ বেড়ে গিয়েছে। রাজ্যে রাজ্যে শুরু হয়েছে সঙ্কট। অন্যদিকে আগের দফার সংক্রমণে শ্বাসকষ্টের সমস্যা তীব্র আকার ধারণ না করলেও কাশি, গাঁটে ব্যাথা, মাথার যন্ত্রণার পরিমাণ রোগীদের মধ্যে অনেক বেশি দেখতে পাওয়া গিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশ গতকাল রেকর্ড পরিমাণ সংক্রমণের মুখোমুখি হলেও গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১৬১৯ জন।

যদিও এবারের করোনা সংক্রমণের বাড়াবাড়ন্তের পিছনে সাধারণ মানুষের করোনা ক্লান্তিকেও কাঠগড়ায় তোলেন তিনি। সঙ্গে করোনা বিধি পালনে অনীহাই কাল হয়েছে বলে মনে করেন তিনি। এদিকে গোটা এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লক্ষের বেশি মানুষ। গোটা বিশ্বের করোনা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অন্যদিকে করোনাকে বাগে আনতে শুরু থেকেই টিকাকরণে জোর দিয়েছে সরকার। গোটা দেশে এখনও পর্যন্ত প্রায় ১৩ কোটির কাছাকাছি মানুষের টিকাদান সম্পূর্ণ হয়েছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

English summary
ICMR DG says Mortality has not increased, the problem of shortness of breath is increasing compared to the first phase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X