For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরাকে নিহত ৩৮ ভারতীয়র দেহ আজ ফিরে আসবে দেশে

ইরাকে কাজ করতে গিয়ে ৩৯জন ভারতীয়র মধ্যে নিহত ৩৮ জনের দেহ আজ দেশে ফেরত আনা হবে।

  • |
Google Oneindia Bengali News

ইরাকে কাজ করতে গিয়ে ৩৯জন ভারতীয়র মধ্যে নিহত ৩৮ জনের দেহ আজ দেশে ফেরত আনা হবে। দেহ ফেরত আনতে রবিবার কেন্দ্রের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং ইরাক উড়ে গিয়েছেন।

ইরাকে নিহত ৩৮ ভারতীয়র দেহ আজ ফিরে আসবে দেশে

ভিকে সিং রবিবার মসুল উড়ে গিয়েছেন। জানিয়েছেন, একটি দেহের মামলা ঝুলে থাকায় তা ফেরত আনা যাচ্ছে না। বাকী ৩৮ জনের দেহ ফেরত আনা হবে।

ফেরত আসার সময় ভিকে সিং অমৃতসর ও পাটনায় গিয়ে নিহতদের পরিবারের হাতে দেহ তুলে দেবেন।

গত ২০ মার্চ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাজ্যসভায় জানান, ২০১৪ সালে ইরাকে কাজ করতে গিয়ে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে নিহত হন ৩৯জন ভারতীয়। তার আগে তাঁরা নিখোঁজ ছিলেন। পরে জানা যায়. আইএস তাদের মেরে ফেলেছে।

এই নিহতদের বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা। মসুলে একটি প্রকল্পে কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে তাদের অপহরণ করা হয়।

English summary
The mortal remains of 38 out of 39 Indians, who were killed in Iraq, are due to reach India by late Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X