For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেশনের সঙ্গে দেখা নেই পেনশনের, করোনা সঙ্কটে ধুঁকছে বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ

রেশনের সঙ্গে দেখা নেই পেনশনের, করোনা সঙ্কটে ধুঁকছে বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ

  • |
Google Oneindia Bengali News

এদিকে যখন গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রন্তের সংখ্যা। ঠিক তখনই অন্যদিকে পাল্লা দিয়ে দেশব্যাপী একটা বড় অংশের মানুষের মধ্যে বাড়ছে খাদ্যাভাব, অর্থকষ্টও।

রেশন, পেন না পেয়ে দিশেহারা বিহার, মধ্যপ্রদেশে, ঝাড়খন্ডের মানুষ

রেশন, পেন না পেয়ে দিশেহারা বিহার, মধ্যপ্রদেশে, ঝাড়খন্ডের মানুষ

সূত্রের খবর, সব থেকে বেশি খারাপ অবস্থা বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশের। তিন রাজ্যের উপর করা সমীক্ষায় দেখা গেছে বিহারের নিখরচায় রেশন প্রাপকদের ৯০ শতাংশ মানুষই লকডাউনের তিন সপ্তাহের মধ্যে দুসপ্তাহই কনো খাদ্য দ্রব্য পাননি। পাশাপাশি একটা বড় অংশের মানুষ বঞ্চিত হচ্ছেন পেনশনের সুবিধা থেকেও।

রেশন প্রাপকদের ৬০ শতাংশের ঘরে ওঠেনি নূন্যতম খাদ্যদ্রব্যও

রেশন প্রাপকদের ৬০ শতাংশের ঘরে ওঠেনি নূন্যতম খাদ্যদ্রব্যও

একইসাথে সমীক্ষায় আরও দেখা যাচ্ছে বিহার, ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশের নিখরচায় রেশন প্রাপকদের মোট তালিকার ৬০ শতাংশেরও বেশি মানুষ এখনও কোনও প্রকার খাদ্যদ্রব্য হাতে পাননি। এই জরিপেই আরও দেখা গেছে, তিন রাজ্য জুড়ে ৫০ শতাংশের বেশি মানুষ জানিয়েছেন লকডাউন আর বাড়ানো হলে তারা এরপর এক সপ্তাহের জন্য পরিবারের খরচ বহন করতে পারবেন না। তার মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক।

বিহার, মধ্যপ্রদেশেই সবথেকে বেশি অভিবাসী শ্রমিকের বাস

বিহার, মধ্যপ্রদেশেই সবথেকে বেশি অভিবাসী শ্রমিকের বাস

এদিকে বিহার ও মধ্যপ্রদেশ থেকেই সব থেকে বেশি শ্রমিকের দল কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেয়। ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া ২০১৭ সালের একটি সমীক্ষায় আরও দেখা যাচ্ছে বিহার ও মধ্যপ্রদেশই হল গোটা দেশের মধ্যে অভিবাসী শ্রমিকদের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় প্রধান উত্স। তাই সবথেকে বেশি সংকট দেখা দিয়েছে ওই রাজ্য গুলিতেই।

পৃথিবীর দিকে ধেয়ে এল বিশাল এক অগ্নিপিণ্ড, একে করোনায় রক্ষা নেই আকাশে আগুনপৃথিবীর দিকে ধেয়ে এল বিশাল এক অগ্নিপিণ্ড, একে করোনায় রক্ষা নেই আকাশে আগুন

English summary
More than half the people of Bihar, Jharkhand, Madhya Pradesh are in ration crisis along with pension,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X