For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-রাহুলের টুইটার ফলোয়ারের অর্ধেকের বেশি 'ফেক', চাঞ্চল্যকর সমীক্ষা প্রকাশ্যে

নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর টুইটার ফলোয়ারের সংখ্যা সবমিলিয়ে ৫ কোটি ৭০ লক্ষের মতো। এক সমীক্ষায় উঠে এসেছে, এই ফলোয়ারদের অর্ধেকের বেশি ফেক বা জাল।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর টুইটার ফলোয়ারের সংখ্যা সবমিলিয়ে ৫ কোটি ৭০ লক্ষের মতো। এক সমীক্ষায় উঠে এসেছে, এই ফলোয়ারদের অর্ধেকের বেশি ফেক বা জাল। পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশনস ফার্ম বার্সন-মার্সটেলার-এর সমীক্ষা এই দাবি করেছে।

মোদী-রাহুলের টুইটার ফলোয়ারের অর্ধেকের বেশি 'ফেক'

নরেন্দ্র মোদীর টুইটার ফলোয়ার ৪ কোটি ১০ লক্ষ। এদিকে রাহুলের টুইটার ফলোয়ার ৬০ লক্ষের কিছু বেশি। এর মধ্যে মোদীর ৬০ শতাংশের বেশি ফলোয়ার জাল বলে দাবি করা হয়েছে। রাহুলের ক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি। রাহুলের জাল ফলোয়ার ৬৭ শতাংশ বলে দাবি করা হয়েছে।

এই দুজনের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নাম রয়েছে। রয়েছে কংগ্রেস নেতা শশী থারুরের নামও।

বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের মধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ৩৭ শতাংশ ফলোয়ার রয়েছে। পোপ ফ্রান্সিসের ৫৯ শতাংশ জাল ফলোয়ার রয়েছে। সেলেবসদের মধ্যে কিম কার্দাশিয়ানের টুইটারে ৪৪ শতাংশ জাল ফলোয়ার রয়েছেন বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।

মোদী-রাহুলের টুইটার ফলোয়ারের অর্ধেকের বেশি 'ফেক', চাঞ্চল্যকর সমীক্ষা প্রকাশ্যে

বলা হচ্ছে, এক ধরনের সফটওয়্যার দিয়ে টুইটার অ্যাকাউন্টকে নিয়ন্ত্রণ করা হয় ভায়া টুইটার এপিআইয়ের মাধ্যমে। যার ফলে ফলো করা, রিটুইট করা, কাউকে টুইটে মেনশন করা এগুলি স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে টুইটার এই ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
গত ফেব্রুয়ারিতেই রাতারাতি লক্ষ লক্ষ টুইটার ফলোয়ার গায়েব হয়ে গিয়েছে বহু সেলেবসের। ভারতেও এমন কোনও উদ্যোগ নিলে মোদী হোক বা রাহুল সকলের টুইটার ফলোয়ারের সংখ্যা যে রাতারাতি অনেক কমে যাবে তা বলাই বাহুল্য।

English summary
More than half of PM Modi and Rahul Gandhi's Twitter followers are fake, says international survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X