For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ভিজিল্যান্স অভিযান! ৩ জনের বাড়ি থেকে উদ্ধার ৪ কোটির বেশি

এবার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ভিজিল্যান্স অভিযান! ৩ জনের বাড়ি থেকে উদ্ধার ৪ কোটির বেশি

  • |
Google Oneindia Bengali News

যা একটা সময়ে দেখা ভিন রাজ্যে, তাই সম্প্রতি দেখা গিয়েছে এই রাজ্যে। মন্ত্রী ও শাসকদলের নেতারা কোটি কোটি টাকার সম্পত্তি, অগুন্তি জমি কিংবা পরিচিতদের কাছ থেকে নগদে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এই রাজ্যে। তবে এই রাজ্যে যা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি, তা দেখা গেল প্রতিবেশী রাজ্যে। বিহারের (Bihar) ভিডিল্যান্স (vigilance) দফতরের অভিযান। আর সেখানেই ৩ সরকারি আধিকারিকের বাড়ি থেকে নগদে উদ্ধার করা হয়েছে ৪ কোটি টাকা।

বিহারে সরকারি আধিকারিকের বাড়িতে অভিযান

বিহারে সরকারি আধিকারিকের বাড়িতে অভিযান

কিষাণগঞ্জে পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয়কুমার রায়ের সঙ্গে যুক্ত পটনা ও কিষাণগঞ্জের একাধিক জায়গায় একইসঙ্গে অভিযান চালায় ভিডিল্যান্স দফতর।

 অধীনস্ত দুই কর্মীর বাড়িতেও তল্লাশি

অধীনস্ত দুই কর্মীর বাড়িতেও তল্লাশি

বিহারের ভিজিল্যান্স আধিকারিকরা একদিকে যখন কিষাণগঞ্জে সঞ্জয়কুমার রায়ের বাড়িতে অভিযান চালাচ্ছেন, ঠিক সেই সময় অভিযান চলে তাঁরই অধীনে কাজ করা এক জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ক্যাশিয়ারের বাড়িতে। তাঁরা ঘুষের অর্থ রেখেছিলেন বলে অভিযোগ। সেই কারণে একইসঙ্গে অভিযান চলে।

উদ্ধার ৪ কোটির বেশি

উদ্ধার ৪ কোটির বেশি

কিষাণগঞ্জে ক্যাশিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে একদিকে যেমন ৩ কোটির বেশি টাকা বাজেয়াপ্ত করে ভিজিল্যান্স দফতর ঠিক সেই সময় সঞ্জয়কুমার রায়ের পটনার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এককোটির বেশি নগদ টাকা।

তদন্ত চলছে

টাকা উদ্ধারের পরে তা গুনতে মেশিন আনা হয়। বিহারের ভিডিল্যান্স দফতর সূত্রে খবর, টাকা উদ্ধার নিয়ে আরও তদন্ত চালানো হচ্ছে। এই চক্রে আরও কেউ আছেন কিনা তাও খুঁজে দেখা হচ্ছে।

English summary
More than four crore revovers from 3 Govt officials in Bihar through vigilance Dept raid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X