For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত দু'মাসের রেকর্ড ভঙ্গ মহারাষ্ট্রে, ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ৬ হাজার, মৃত ৪৪

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে এবার করোনায় আক্রান্ত হলেন একাধিক নেতা ও মন্ত্রী৷ এমনকী স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে৷ সেই তালিকায় রয়েছেন জয়ন্ত পাটিল, রাকেশ খাড়সে, একনাথ খাড়সে, বাচ্চু কাদু এবং রাজেন্দ্র সিঙ্ঘে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর নতুন করে ৬ হাজার জনের করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট প্রকাশ করে৷ যা গত দু'মাসে মহারাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ বলে জানানো হয়েছে৷ এর মধ্যে ৮২৩ জন আক্রান্ত হয়েছেন মুম্বইতে।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ৬ হাজার, মৃত ৪৪

এদিন মহারাষ্ট্রে মোট ৬,১১২ জন করোনা আক্রান্ত হন। করোনায় মৃত্যু হয় ৪৪ জনের। বিদর্ভ জেলায় গত এক সপ্তাহে সর্বোচ্চ সংক্রমণের রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ ফলে, আজ মুম্বই পৌরনিগমের তরফে নতুন করে কোভিডের সুরক্ষাবিধি জারি করা হয়েছে ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রে ৫ হাজার জনের কোরোনা সংক্রমণের রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷

মহারাষ্ট্রের প্রতিমন্ত্রী বাবারাও কাদু এদিন টুইট করে জানান তিনি দ্বিতীয়বার কোরোনা আক্রান্ত হয়েছেন৷ অন্যদিকে, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে গতকাল রাতে তাঁর কোরোনা পজিটিভ হওয়ার কথা টুইট করে জানিয়েছেন৷ তিনি বলেন, 'আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ আমার শরীরিক অবস্থা ঠিক রয়েছে ৷ যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দ্রুত নিজেদের কোরোনা পরীক্ষা করিয়ে নিন৷'

এনসিপির আরও এক বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্রের নেতা, মন্ত্রী ও বিধায়করা নতুন করে করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সরকারের কপালে৷ এই অবস্থায় মহারাষ্ট্রজুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার৷

English summary
গত দু'মাসের রেকর্ড ভঙ্গ মহারাষ্ট্রে, ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ৬ হাজার, মৃত ৪৪
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X