For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন সৈনিকদের নিয়োগে গাফিলতি! অর্ধেকের বেশি কেন্দ্রীয় বিভাগ জমা দেয়নি সংরক্ষিত শূন্যপদের বিবরণ

প্রাক্তন সৈনিকদের নিয়োগে গাফিলতি! অর্ধেকের বেশি কেন্দ্রীয় বিভাগ জমা দেয়নি সংরক্ষিত শূন্যপদের বিবরণ

  • |
Google Oneindia Bengali News

অগ্নিপথ প্রকল্পের (agnipath scheme) বিরোধিতায় উত্তাল হয়েছে বিভিন্ন রাজ্য। অধিকাংশ কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন সংস্থায় অগ্নিবীরদের নিয়োগের কথা বলেছেন। কিন্তু আগেকার প্রাক্তন সমরকর্মীদের (ex servicemen) নিয়োগ সংক্রান্ত বিবরণ জমা দেয়নি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ। পাশাপাশি রেকর্ড অনুসারে প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত শূন্যপদ (vacant post) পূরণে গাফিলতিও (negligence) রয়েছে। এমনই তথ্য প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে।

বৈঠকে আসেনি অর্ধেকের বেশি বিভাগ

বৈঠকে আসেনি অর্ধেকের বেশি বিভাগ

সেন্ট্রাল সিভিল সার্ভিস, পোস্ট, ব্যাঙ্ক, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টার প্রাইজ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে প্রাক্তন সমরকর্মীদের নিয়োগে সংরক্ষণের নীতির বাস্তবায়নে ডাকা শীর্ষস্তরের বৈঠকে অর্ধেকের বেশি বিভাগ অংশ নেই
বলে জানা গিয়েছে। সরকারি রেকর্ডে দেখা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ৭৭ টি বিভাগের মধ্যে ৪৮ টি আধিকারিকরা (প্রায় ৬২ শতাংশ) ২ জুনের বৈঠকে অংশ নেননি। বৈঠকে যোগ দিতে আধিকারিকদের কেন অনীহা, সেই প্রশ্নও উঠছে।

সংরক্ষণ নীতির বাস্তবায়ন পর্যবেক্ষণ

সংরক্ষণ নীতির বাস্তবায়ন পর্যবেক্ষণ

প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন সেনা কল্যাণ বিভাগের অধীনে ডিরেক্টর জেনারেল অফ রিসেটেলমেন্ট-এর রিজার্ভেশন মনিটরিং সেলের ডাকা বৈঠকে বিভিন্ন মন্ত্রক এবং বিভাগের অফিসারদের থাকার কথা ছিল। লক্ষ্য ছিল কেন্দ্রের বিভিন্ন বিভাগে
প্রাক্তন সমরকর্মীদের সংরক্ষণ নীতি বাস্তবায়ন পর্যবেক্ষণ করা।
সাউথ ব্লকে হওয়া ওই বৈঠকে যুগ্ন সচিব পর্যায়ের অফিসার ছাড়াও, মেজার জেনারেল, ডিজিআর, সিএমডিই উপস্থিত ছিলেন।

 বৈঠকে যারা উপস্থিত ছিল না

বৈঠকে যারা উপস্থিত ছিল না

বৈঠকে যেসব দফতর কিংবা মন্ত্রক থেকে কোনও প্রতিনিধি ছিল না, তা হল বাণিজ্য, কৃষি গবেষণা ও শিক্ষা, পরমাণু শক্তি, রাসায়নিক ও পেট্রোকেমিক্যালস, অসামরিক বিমান চলাচল, কর্পোরেট অ্যাফেয়ার্স, ডিফেন্স সিভিল, পাবলিক এন্টারপ্রাইজ, সড়ক পরিবহণ ও মহাসড়ক, আইন ও বিচার, জলপথ, ইউপিএসসি এবং অন্য আরও বেশ কয়েকটি মন্ত্রক ও বিভাগ।
বৈঠকে ইএসডব্লুর সচিব অনুপস্থিত মন্ত্রক ও বিভাগের প্রতিনিধিদের কথা তোলেন বলেও জানা গিয়েছে। এব্যাপারে এখনও পরবর্তী বৈঠকের দিন জানা যায়নি।

তথ্য শেয়ারও করা হয়নি।

তথ্য শেয়ারও করা হয়নি।

৬০ শতাংশ মন্ত্রক এবং দফতরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন না। পাশাপাশি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ৭৭ টি বিভাগের মধ্যে ৪৫ টি ১৫ মে পর্যন্ত প্রাক্তন সেনাদের
নিয়োগের তথ্য শেয়ার করেনি। এর মধ্যে রয়েছে পারমানবিক শক্তি, উত্তর-পূর্ব উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ, কৃষি গবেষণাস ভোক্তা বিষয়ক খাদ্য বিভাগ, পাবলিক ডিস্ট্রিবিউশন, কর্পোরেট অ্যাফেয়ার্স, সংস্কৃতি, প্রাক্তন সেনা কল্যাণ এবং আর্থ সায়েন্স।

যশোবন্তেই পাল্লা ভারী, বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা যশোবন্তেই পাল্লা ভারী, বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা

English summary
More than 50% of central govt depts didn't shares information on recruiting Ex servicemen till may 15.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X