For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক-সন্ত্রাসবাদীদের বড়সড় নাশকতার ছক! ভারতে ২০০-রও বেশি জঙ্গি প্রবেশ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

পাক-সন্ত্রাসবাদীদের বড়সড় ছক!

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরেও সেভাবে পাত্তা না পেয়ে এবার ভারতের বুকে নাশকতার ছক কষে চলেছে ইসলামাবাদ। এমনই দাবি জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের। তিনি আগেই দাবি করেছিলেন যে, পাকিস্তানের জন্য কাশ্মীরে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া যাচ্ছে না। আর এবার তিনি জানিয়েছেন, কিভাবে পাকিস্তান থেকে ভারতে নাশকতা ঘটাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।

পাকিস্তান থেকে ভারতে ঢুকতে প্রস্তুত জঙ্গিরা

পাকিস্তান থেকে ভারতে ঢুকতে প্রস্তুত জঙ্গিরা

অজিত ডোভাল জানিয়েছেন, পাকিস্তান থেকে ভারতে ঢুকতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ২৩০ জন জঙ্গি। যারা কাশ্মীর সীমান্তের ওপার থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারতে প্রবেশ করতে তৈরি। তবে ভারতে প্রবেশের জন্য যে ২০০ রও বেশি জঙ্গি প্রস্তুত , সেই সংখ্যাটা নিশ্চিত হয়েছে ভারতীয় গোয়েন্দাদের 'রেডিও ইন্টারসেপ্ট'এর মাধ্যমে।

 চলছে অস্ত্রের চোরাকারবারি!

চলছে অস্ত্রের চোরাকারবারি!

জাতীয় উপদেষ্টা জানিয়েছেন, ভারতের নাশকতা চালাতে একটা বড় অংশের অস্ত্রের চোরা চালান চলছে । এই চোরাই কারবারের পাশাপাশি, বারবার পাকিস্তান থেকে কাশ্মীরের মানুষকে বলা হচ্ছে, হিংসার পরিবেশ তৈরি করতে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তের অন্যতম কারিগর অজিত ডোভাল এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের ওপর 'নির্ভর' করছে বিধি নিষেধ আরোপের পরিস্থিতি!

পাকিস্তানের ওপর 'নির্ভর' করছে বিধি নিষেধ আরোপের পরিস্থিতি!


অজিত ডোভাল জানান, কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার ছবি দেখতে সকলেই ইচ্ছুক। কিন্তু পাকিস্তানের উস্কানির জন্যই তা সম্ভব হচ্ছে না। পাাকিস্তান উস্কানি বন্ধ করলেই কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হবে। পাশাপাশি, পাকিস্তানকে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সূত্রের দাবি, কাশ্মীরের বিধি নিষেধ
তুলে নিলেই আশঙ্কা থাকছে ২০০ রও বেশি জঙ্গি অনুপ্রবেশের।

English summary
More than 200 militants trying to cross into India from Pakistan, NSA Ajit Doval.Pakistan condemned India's decision last month to revoke the constitutional autonomy of Kashmir and Prime Minister Imran Khan on Friday vowed the fullest possible response to India's actions in the disputed territory.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X