For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন বছরে ১২ হাজার কৃষকের আত্মহত্যা, রিপোর্ট দিল খোদ মহারাষ্ট্র সরকার

গত তিন বছরে মহারাষ্ট্রে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন।

  • |
Google Oneindia Bengali News

গত তিন বছরে মহারাষ্ট্রে ১২ হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে ৪ হাজার জন করে কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা কোনও বেসরকারি মাধ্যমের রিপোর্ট নয়। মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট সরকার এই তথ্য শুক্রবার রাজ্য বিধানসভায় পেশ করেছে।

তিন বছরে মহারাষ্ট্রে ১২ হাজার কৃষকের আত্মহত্যা

জানানো হয়েছে ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে মোট ১২ হাজার ২১ জন কৃষক রাজ্যে আত্মহত্যা করেছেন। এর মধ্যে ৬৮৮৮ টি ঘটনায় কৃষকরা সরকারি সাহায্যের যোগ্য তালিকায় ছিলেন। অর্থাৎ তাদের যোগ্যতা ছিল সাহায্য পাওয়ার। এমনটাই স্ক্রুটিনিতে উঠে এসেছে। এরপর জেলা ভিত্তিক কমিটির রিপোর্টেও একই কথা উঠে এসেছে।

এখনও পর্যন্ত মৃতদের মধ্যে ৮৮৪৫ জন কৃষককে ১ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও মহারাষ্ট্র সরকার বিধানসভায় জানিয়েছে। এবছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ৬১০ জন কৃষক আত্মহত্যা করেছেন। যার মধ্যে ১৯২ জন কৃষকের আর্থিক সাহায্য পাওয়ার যোগ্যতা ছিল। এই ১৯২ জন কৃষকের মধ্যে ১৮২ কৃষকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও মহারাষ্ট্র সরকার জানিয়েছে। এবং বাকীদেরও সাহায্য তুলে দেওয়া হবে।

তবে ঘটনা হল মহারাষ্ট্রে যেভাবে প্রতিবছর কৃষক আত্মহত্যা করছেন তাতে একদিকে যেমন খরার সমস্যাকে অস্বীকার করা যাবে না তেমনই সরকারি উদাসীনতার চিত্রও বার বার ফুটে উঠছে।

English summary
More than 12 thousand farmers suicide in last 3 years in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X