For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন আতঙ্কের মধ্যেই মহারাষ্ট্রে খোঁজ নেই ১০০-এরও বেশি বিদেশ থেকে আসা ব্যক্তির, বাড়ছে উদ্বেগ

ওমিক্রন নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে চিন্তার কালো মেঘ! ভারতে কার্যত একের পর করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩।

  • |
Google Oneindia Bengali News

ওমিক্রন নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে চিন্তার কালো মেঘ! ভারতে কার্যত একের পর করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩।

সোমবার নতুন করে মুম্বইতে আরও দুজনের শরীরে ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফলে এখন থেকেই সাবধান হওয়ার কথা বলছেন চিকিৎসক এবং গবেষকরা।

সামনে আসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য।

সামনে আসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য।

ওমিক্রণ নিয়ে আতঙ্কের মধ্যেই সামনে আসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। গত কয়েকদিনে একাধিক বিদেশী দেশের একাধিক রাজ্যে এসেছে। যদিও সবাইকেই কড়া করোনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে উদ্বেগ বাড়ছে মুম্বইতে। ভারতে আসা ২৯৫ জনের মধ্যে ১০৯ জন বিদেশীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এরা বেশিরভাগই ঝুঁকিতে থাকা দেশগুলি থেকে এসেছে। এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে।

এই সমস্ত বিদেশীরা মুম্বইতে এসেছেন

এই সমস্ত বিদেশীরা মুম্বইতে এসেছেন

কল্যাণ ডোমভালি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান বিজয় সূর্যবংশী জানাচ্ছেন, গত কয়েকদিন ধরে এই সমস্ত বিদেশীরা মুম্বইতে এসেছেন। আর এরপর থেকেই তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বিদেশ আসা ব্যক্তিরা তাঁদের যে ফোন নম্বর দিয়েছিল সেখানেও ফোন করে পাওয়া যাচ্ছে না। সুইচ অফ করে রাখা আছে বলে দাবি প্রধানের। এমনকি যে ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে গিয়েও দেখা গিয়েছে দরজাতে তালা বন্ধ। ফলে ক্রমশ তাঁদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও কর্পোরেশনের তরফে কোনও জায়গা ছাড়া হচ্ছে না বলে জানিয়েছেন বিজয় সূর্যবংশী।

প্রশাসনের তরফে একগুচ্ছ সতর্কতা জারি

প্রশাসনের তরফে একগুচ্ছ সতর্কতা জারি

বিজয় সূর্যবংশী জানিয়েছেন, গিত কয়েকদিন আগেই ডোমভালি এলাকাতে একজন ওমিক্রণ আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। আর এরপরেই প্রশাসনের তরফে একগুচ্ছ সতর্কতা জারি করা হয়েছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের সাতদিনে হোম কোয়ারেন্টাইন। এবং আটদিনের মাথায় করোনা পরীক্ষা করাতে হয়। আর সে বিষয়ে খোঁজখবর শুরু করতেই সামনে আসে চাঞ্চল্যকর এই তথ্য। ফলে একদিকে স্বাস্থ্য কর্তাদের উদ্বেগ তৈরি হয়েছে অন্যদিকে আতঙ্কও তৈরি হচ্ছে।

দুজন আরও ওমিক্রণ আক্রান্ত

দুজন আরও ওমিক্রণ আক্রান্ত

মহারাষ্ট্রে ক্রমশ ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টা আগেও সে রাজ্যে দুজনের শরীরে ওমিক্রণের স্ট্রেন পাওয়া গিয়েছে। সব মিলিয়ে সে রাজ্যে মোট করোনার নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা হল ৯। ফলে উদ্বেগ বাড়ছে মহারাষ্ট্র সরকারের। দ্রুত গতিতে আরটিপিসিআর ফল পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।

খোঁজ মিলেছে ১০ জনের

খোঁজ মিলেছে ১০ জনের

একই ভাবে বেঙ্গালুরুতেও বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সেখানেও বেশ কয়েকজন বিদেশীর খোঁজ পাওয়া যাচ্ছিল। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, খোঁজ না পাওয়া ১০ জন বিদেশীর খোঁজ পাওয়া গিয়েছে।

English summary
More than 100 people missing in Maharashtra who came from other countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X