For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ নিয়ে এবার কেরল,পাঞ্জাবের পথে হাঁটতে চলেছে কংগ্রেস শাসিত রাজ্যগুলি

কেরল সরকারের পর এবার পাঞ্চাব সরকারও সিএএ বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাস করল। এই নিয়ে ১৩টি অবিজেপি রাজ্য সিএএ বিরোধিতায় সরব হল।

Google Oneindia Bengali News

কেরল এবং পাঞ্চাব সরকারের পর এবার সিএএ বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাস করানো সিদ্ধান্ত নিতে চলেছে একাধিক কংগ্রেস শাসিত রাজ্য। এই নিয়ে ১৩টি অবিজেপি রাজ্য সিএএ বিরোধিতায় সরব হল। গত কাল পাঞ্জাব বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করায়। মনে করা হচ্ছে কংগ্রেস শাসিত রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ও এই পথেই হাঁটবে।

পাঞ্জাবের পথে হাঁটতে চলেছে কংগ্রেস শাসিত রাজ্যগুলি

পশ্চিমবঙ্গ সবার প্রথমে সিএএ বিরোধিতায় সরব হলেও এখনও পর্যন্ত বিধানসভায় সিএএ বিরোধী কোনও প্রস্তাব পাস করা হয়নি। তবে কংগ্রেস শাসিত রাজ্যগুলির মধ্যে রাজস্থান, মধ্য প্রদেশ আর ছত্তিশগড় এই একই ধরনের প্রস্তাব পাস করার পরিকল্পনা করছে। সূত্রের খবর কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা করেছেন হাইকমান্ডের সঙ্গে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাঁদের রাজ্যে সিএএ-এনআরসি চালু করতে দেবেন না। সূত্রের খবর ছত্তিশগড় বাজেট অধিবেশনে সিএএ বিরোধি প্রস্তাব বিধানসভায় পাস করানোর পরিকল্পনায় আছে।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা সিএএ-এনআরসি-এনপিআরের বিরোধিতায় সরব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় নিজের এই আপত্তির কথা জানিয়েওছেন তিনি। দিল্লিতে সিএএ নিয়ে মোদীর সর্বদল বৈঠকেও যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
More congress states want to pass anti CAA resolutions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X