For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে আরও ২৮ হাজার সেনা মোতায়েন করছে কেন্দ্র, ভূস্বর্গে কী ঘটতে চলেছে!

তিনটি পর পর ঘটনা, যার যোগসূত্র ধরে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি খানিকটা হলেও অনুমান করা যায়। প্রথমত, জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের কাশ্মীর সফর।

  • |
Google Oneindia Bengali News

তিনটি পর পর ঘটনা, যার যোগসূত্র ধরে জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি খানিকটা হলেও অনুমান করা যায়। প্রথমত, জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের কাশ্মীর সফর। তারপরই কেন্দ্রের তরফে ১০ হাজার সেনা মোতায়েন ভূস্বর্গে। আর সীমান্তের ওপারে , পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় জারি সতর্কতা। এই পর পর তিনটি ঘটনার জেরে সহজেই অনুমেয় যে ভূস্বর্গ নিয়ে মোটেও চুপচাপ বসে থাকতে রাজি নয় দ্বিতীয় মোদী সরকার। আর এরপরই শোনা যাচ্ছে , ২৮ হাজার আরও সেনা মোতায়েন করা হচ্ছে উপত্যকায়।

 অমরনাথের গুহায় অজিত ডোভালের বৈঠক!

অমরনাথের গুহায় অজিত ডোভালের বৈঠক!

শোনা যাচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাঁর কাশ্মীর সফরে গিয়ে অমরনাথের গুহায় এক ঘণ্টা সময় কাটিয়ে আসেন। সেখানে তিনি সেনা প্রধানের সঙ্গে তিনি দেখা করেন। এছাড়াও কাশ্মীরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বিষয়ক একাধিক বৈঠক করেন অজিত ডোভাল। অনেকেই মনে করছেন, আর্টিক্যাল ৩৫ এ ধারা কাস্মীরে লাগু করার প্রস্তুতিতেই চলছে এমন আয়োজন।

গত চারদিনে ২৮১ কম্পানি সেনা মোতায়েন!

গত চারদিনে ২৮১ কম্পানি সেনা মোতায়েন!

গত চারদিনে কাশ্মীর দেখেছে ২৮১ কম্পানি নতুন প্যারামিলিটারি ফোর্স । উপত্যকায় এবার তাদের মোতায়েন করেছে কেন্দ্র। শুধু তাই নয়, এই সেনা দলগুলিকে সতর্কতায় থাকতে বলা হয়েছে। কিন্তু স্বভাবতই প্রশ্ন উঠছে , যে কেন এমন আচমকা সেনা মোতায়েনের সিদ্ধান্ত!

কোন আশঙ্কায় এমন ঘটনা?

কোন আশঙ্কায় এমন ঘটনা?

সূত্রের দাবি, আচমকা প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করার নেপথ্যে রয়েছে সরকারের তরফে নেওয়া কোনও সিদ্ধান্ত। মনে করা হচ্ছে ,কেন্দ্র কাশ্মীর নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে চলেছে। তার প্রেক্ষিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমন ব্যবস্থা করা হচ্ছে নিরাপত্তা ঘিরে। আরেকটি সূত্রে শোনা যাচ্ছে, কাশ্মীরের প্রতিটি গ্রামে , পাড়ায় , ১৫ অগাস্ট যাতে ভারতীয় পতাকার দাপট দেখা যায়, এই সমস্ত আয়োজন তারই লক্ষ্যে।

English summary
Over 280 companies of security forces are being deployed in the Kashmir valley, official sources said. The security forces, mostly CRPF personnel, are being deployed in vulnerable spots in the city and other parts of the valley, they said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X