For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী সমস্যা হয়েছে ল্যান্ডারে, উদ্ধার করতে পারল কি ইসরো?

১৫ মিনিটের ভুল। ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক হারানোর পরে এমনটাই জানিয়েছিলেন ইসরোর চেয়ারম্যান কে শিবন।

Google Oneindia Bengali News

১৫ মিনিটের ভুল। ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক হারানোর পরে এমনটাই জানিয়েছিলেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। কিন্তু কী ছিল এই ১৫ মিনিটের ভুল। কোথায় সমস্যা হয়েছিল ল্যান্ডারের? সেটা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে বিজ্ঞানীরা।

কী সমস্যা হয়েছে ল্যান্ডারে, উদ্ধার করতে পারল কী ইসরো?

সব হিসেবটাই বদলে যেতে বসেছে এই ১৫ মিনিটের ভুলে। চাঁদের দক্ষিণ মেরুতে নামার ঠিক আগে ল্যান্ডারের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইসরোর। যদিও হাল ছাড়ছেন না বিজ্ঞানীরা। চাঁদের পৃষ্ঠে নামার আগে পর্যন্ত ঘণ্টায় ৬০০০০ কিলোমিটার গতিবেগ ছিল ল্যান্ডার। তখন থেকে চাঁদের দূরত্ব ছিল মাত্র ৩০ কিলোমিটার। সেই গতিবেগ শূন্যে নামিয়ে আনাই ছিল বড় চ্যালেঞ্জ। তার থেকেই বড় চ্যালেঞ্জ ছিল ল্যান্ডারের পাঁচটি ইঞ্জিনকে একসঙ্গে নিযন্ত্রণ করা। ঠিক সাত কিলোমিটার দূরত্ব যখন তখন বিক্রমের গতি ছিল ঘণ্টায় ২২ কিলোমিটার। কিন্তু ঠিক ২.১ কিলোমিটার দূরত্বে পৌঁছতেই হঠাত করে গতি বাড়িয়ে ছিটকে যায় ল্যান্ডার। তারপর থেকে আর কোনও সিগন্যাল পাওয়া যায়নি। এই শেষ অঙ্কটা মেলাতে গিয়েই সমস্যা তৈরি হয়েছিল। যার কারণেই ল্যান্ডারের উপর থেকে নিযন্ত্রণ হারিয়ে ফেলে ইসরো। এমনই প্রাথমিকভাবে মনে করছেন বিজ্ঞানীরা।

সিগনাল হারানোর দুদিন পর সুখবর শোনাল ইসরো। সিগনাল হারালেও পূর্ব নির্ধারিত প্রোগ্রাম মেনেই চাঁদের পিঠে অবতরণ করেছে ল্যান্ডার। এখন ফের তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসরোর প্রধান কে শিবন। তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত মুন মিশনের ৯৫ শতাংশ সফল হয়েছে। ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেলে পুরোটাই সফর হবে বলা যায়।

চন্দ্রযানের সাফল্য এখনও কিছুটা হলেও অধরা রয়েছে। তবে দেশ বিদেশের বিজ্ঞানীরা ভারতের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে। এরই মধ্যে আবার গগনযান পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। বায়ুসেনার পাইলটদের প্রাথমিক স্তরে বাছাই করে পরীক্ষা করাও শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালে ৩ জন মহাকাশচারীকে নিয়ে মহাকাশে পাড়ি দেবে গগনযান। তার জন্য মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে রাশিয়া।

ইসরোর হাতে এখনও দুটি বড় মিশন রয়েছে। প্রথম গগনযান আর দ্বিতীয় সূর্য অভিযান। সূর্যের বলয়ের খবর নিতে যান পাঠানোর পরিকল্পনা করছে ইসরো। চন্দ্রযান এমনিতেই ভারতে বিশ্বের প্রথম সারির দেশ গুলির মধ্যে এস সারিতে বসিয়েছে।

English summary
Moon lander might have also suffered control loss in final phase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X