For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ পর্যন্ত স্বস্তি, দেরিতে হলেও মুক্তির আস্বাদ নিয়ে রাজধানীতে হাজির বর্ষা

Array

Google Oneindia Bengali News

গত এক সপ্তাহ ধরে বিশ্রী আবহাওয়ায় বিপর্যস্ত ছিল দিল্লির মানুষ। দেশের সর্বত্র বর্ষার আগমন ঘটলেও একমাত্র দিল্লিতে বর্ষা আসেনি। বৃহস্পতিবার দিল্লি-এনসিআরে হালকা থেকে মাঝারি , কোথাও আবার ভাড়ি বৃষ্টি হয়েছে। এর ফলে সেখানে বাসিন্দাদের জন্য তা স্বস্তি নিয়ে এসেছে৷

এসেছে স্বস্তির বৃষ্টি

এসেছে স্বস্তির বৃষ্টি


কেন্দ্রীয় আবহাওয়া দফতরের (আইএমডি) সূত্রে জানা গিয়েছে এদিন হালকা থেকে মাঝারি তীব্রতার বৃষ্টি এবং দমকা হাওয়া সহ বজ্রঝড় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বাতাস বয়ে গিয়েছে এবং সমগ্র দিল্লি এবং এনসিআর (লোনি দেহাত, হিন্দন এএফ স্টেশন, গাজিয়াবাদ, ইন্দিরাপুরম, ছাপরাউলা, নয়ডা, দাদরি, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ, মানেসার, বল্লভগড়) এর পার্শ্ববর্তী এলাকায় পানিপথ, মেহম, সোনিপাত, রোহতক, ঝাজ্জার, ঔরঙ্গাবাদ এবং হরিয়ানার আরও কয়েকটি শহরেও বৃষ্টি হয়েছে।

উত্তর প্রদেশে বৃষ্টি

উত্তর প্রদেশে বৃষ্টি


ইতিমধ্যে উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহর, যার মধ্যে রয়েছে সাহারানপুর, দেওবন্দ, মুজাফফরনগর, মিরাট, মোরাদাবাদ, রামপুর, বেরেলি, হাতরাস, মথুরা এবং আগ্রা সহ ভিওয়ারি, তিজারা, খয়েরথাল, কোটপুটলি, আলওয়ার, বিরাটনগর, ডিগ, লক্ষ্মণগড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাজস্থানের রাজগড়েও ভালোরকম বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লির ট্র্যাফিক

দিল্লির ট্র্যাফিক

এদিকে, দিল্লি ট্র্যাফিক পুলিশ একটি সতর্কতা জারি করেছে এবং যাত্রীদের সেই অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। আইএমডি অনুসারে, দিল্লিতে বৃহস্পতি বা শুক্রবার প্রথম বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আইএমডি এর আগে কমলা সতর্কতা জারি করেছিল, ৩০ জুন শহরে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল। সর্বোচ্চ তাপমাত্রা পয়লা জুলাইয়ের মধ্যে ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে জানা গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত ২৭ জুন জাতীয় রাজধানীতে আসে। তার থেকে দিন দুয়েক দেরী হয়েছে বলে জানা গিয়েছে।

বাংলার আবহাওয়া

বাংলার আবহাওয়া


কলকাতা ও আশপাশের এলাকায় ভোরের দিকে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। আর সকাল থেকে দক্ষিণবঙ্গের অনেকাংশে আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলতে পারে ১ জুলাই পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহকারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শনিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ ১ জুলাইয়ের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

English summary
in the capital of india monsson arrives
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X