For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদায় বেলায় ভাসাবে বর্ষা, ৫ জেলায় জারি হলুদ সতর্কতা

বিদায় বেলায় ভাসাবে বর্ষা, ৫ জেলায় জারি হলুদ সতর্কতা

Google Oneindia Bengali News

বিদায় িনতে শুরু করেছে বর্ষা। কিন্তু বিদায় বেলাতেও রুদ্ররুপ দেখাতে শুরু করেছে। চার রাজ্যে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। আবার উত্তরাখণ্ডের ৫ জেলায় হলুুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে শনিবার রাত থেকেই বর্ষণ শুরু হয়েছে। উপকূলবর্তী জেলা গুলিতে জারি করা হয়েছে সতর্কতা।

৫ জেলায় জারি হলুদ সতর্কতা

৫ জেলায় জারি হলুদ সতর্কতা

উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী চার থেকে ৫দিন ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আইএমডি। পিথোরাগড়,দেরাদুন সহ ৫ েজলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে পার্বত্য রাজ্যে। তার জেরে একাধিক জায়গায় ধস নামার সম্ভাবনা রয়েছে। এদিকে পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে রাজ্যে। চার ধামের দরজা খুলে গিয়েছে পর্যটকদের কাছে তার মাঝে এই ভারী বর্ষণের সতর্কতা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।

ধারচুলায় মেঘ ভাঙা বর্ষণ

ধারচুলায় মেঘ ভাঙা বর্ষণ

উত্তরাখণ্ডের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। উত্তরাখণ্ডের ধারচুলায় মেঘভাঙা বর্ষণে ১ জন মারা গিয়েছে। উত্তরাখণ্ডের নেপাল ছাপলি এলাকায় এক মহিলা মারা গিয়েছেন। ধারচুলার কালী নদীর জল বাড়তে শুরু করেছে। ধারচুলার একাধিক জায়গায় বাড়ি ভেঙে পড়েছে। খারি গলি, মল্লা বাজারে প্রবল বর্ষণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। ইতিমধ্যেই আকাশ পথে এলাকা পরিদর্শন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। দুর্গতদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

অতি ভারী বর্ষণের সতর্কতা জারি

অতি ভারী বর্ষণের সতর্কতা জারি

এদিকে আবার পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাতে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত িনম্নচাপের কারণে আগামী চারদিন পশ্চিমবঙ্গ এবং ওড়িশার একাধিক জেলায় ভারী বর্ষণ হবে। রবিবার সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ২৪ পরগনায় চলছে বর্ষণ। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র সেকারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক করা হয়েছে পর্যটকদেরও।

অন্ধ্রপ্রদেশ-তেলঙ্গানাতে জারি সতর্কতা

অন্ধ্রপ্রদেশ-তেলঙ্গানাতে জারি সতর্কতা

এদিকে আবার অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানাতেও জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ। নিম্নচাপের কারণে সতর্কতা জারি করা হয়েছেওড়িশা উপকূলে। ওড়িশার একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত গুজরাতে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটক এবং কেরলেও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সাধারণত সেপ্টেম্বর মাস থেেক বর্ষা বিদায় নেয় এবারও সেটা হতে শুরু করেছে।

Weather Update: নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত! বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত Weather Update: নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত! বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত

English summary
yellow alert issued 5 ditricts of Uttarakhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X