For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ধারিত সময়ে নয়, কবে আসবে বর্ষা তার পূর্বাভাস জানাল আইএমডি

নির্ধারিত সময়ে নয়, কবে আসবে বর্ষা তার পূর্বাভাস জানাল আইএমডি

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস আহবের মধ্যেই গ্রীষ্মের দহন চলছে গোটা দেশে। যদিও এবারের গ্রীষ্মের অনুভূতিটা অন্যরকম। অন্যান্য বারের মত তাপপ্রবাহের ধাক্কা এখনও আসেনি গোটা দেশে। তবে গরম চলছে। বর্ষাও আসবে। কবে আসবে বর্ষা তার পূর্বাভাস দিয়েছে আইএমডি।

বর্ষার অপেক্ষা

বর্ষার অপেক্ষা

অন্যান্যবারের মতো বর্ষার জন্য অধীর অপেক্ষা এবার তেমন নেই। এবারের গ্রীষ্মটা একটু অন্যরকম। দহনের তেমন আঁচ এখনও এসে লাগেনি। রোদের তেজ বেড়েছে ঠিকই তবে তাপপ্রবাহের পর্যায়ে পৌঁছয়নি। ঘরবন্দি সকলেই এরকম গ্রীষ্ম আগে কাটাননি। দুদিন অন্তর বৃষ্টিতে তামপাত্রা কমছে। তবু বর্ষার অপেক্ষায় রয়েছেন মানুষ। বিেশষ করে কৃষকরা। কারণ এইবর্ষাই সারাবছরের ফসলের সিংহভাগটৈ তৈরি করে থাকে।

কবে আসছে বর্ষা

কবে আসছে বর্ষা

আইএমনডি তরফে বর্ষার আগমবর্তা দেওয়া হয়েছে। কয়েকদিন আগে আইএমডির তরফে বলা হয়েছিল নির্ধিরিত সময়েই আসবে বর্ষা। কিন্তু এখন আবহাওয়াবিদরা জানাচ্ছে ৫ জুন নয় কেরলে বর্ষা ঢুকতে দেরি হবে তিন চারদিন। তাতে খুব একটা পার্থক্য হবে না তবে ঘূর্নিঝড় আম্ফামের হাত ধরে যে প্রাক বর্ষার বৃষ্টিটা ঢুকে পড়বে রাজ্যে তা আন্দাজ করা গিয়েছে।

অন্যরতম হবে বর্ষা

অন্যরতম হবে বর্ষা

এবারে বর্ষা দেরিতে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও অন্যরকম হবে বলে জানিয়েছে আইএমডি। রাজ্যে জুন-জুলাই মাসে বর্ষার বৃষ্টি কম হবে। অপেক্ষা কৃত বেশি বৃষ্টি হবে অগস্ট-সেপ্টেম্বর মাসে। একই সঙ্গে বর্ষার বৃষ্টির পরিমাণ সার্বিক ভাবে কম হবে রাজ্যে। যার প্রভাপ পড়তে পারে ফসলে।

ধেয়ে আলছে ধূর্ণিঝড়

ধেয়ে আলছে ধূর্ণিঝড়

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা তারপরেই তীর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শক্তিবৃদ্ধি করে ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণাবর্তটি। ধীরে ধীরে সেটি ধেয়ে আসছে রাজ্যের দিকে। সোমবার থেকেই যার জেরে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। মঙ্গলবার রাজ্যের উপকূলের দিকে এগিয়ে আসবে ঘূর্ণিঝড়টি।

চাপে চিন-পাকিস্তান, জুলাইতেই ভারতে আসছে রাফায়েল যুদ্ধবিমান! চাপে চিন-পাকিস্তান, জুলাইতেই ভারতে আসছে রাফায়েল যুদ্ধবিমান!

English summary
Monsoon will delay some days in Kerala says IMD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X