For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদের বর্ষাকালীন অধিবেশন ছুঁল ১৮ বছর আগের রেকর্ড

১৮ বছর পর সবচেয়ে সফল অধিবেশন হয়েছে বলে জানিয়েছে পিআরএস লেজিসলেটিভ রিসার্চ।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার সংসদে শেষ হয়েছে বর্ষাকালীন অধিবেশন। চেষ্টা করেও রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করতে পারেনি এনডিএ সরকার। বিরোধীদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছতে না পারার জন্যই এই অবস্থা। তবে ১৮ বছর পর সবচেয়ে সফল অধিবেশন হয়েছে বলে জানিয়েছে পিআরএস লেজিসলেটিভ রিসার্চ।

সংসদের বর্ষাকালীন অধিবেশন ছুঁল ১৮ বছর আগের রেকর্ড

লোকসভায় এই অধিবেশনে ২১টি বিল পাশ হয়েছে। এর পাশাপাশি আস্থা ভোটও অনুষ্ঠিত হয়েছে যেখানে সরকারপক্ষ জয়লাভ করেছে। এদিকে রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদে ভোটাভুটি হয়েছে। সেখানেও কেন্দ্রের সরকারের পক্ষের প্রার্ছী হরিবংশ নারায়ণ সিং জয়লাভ করেছেন।

এবছরের সংসদীয় অধিবেশন আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ গতবছরে বারবার নানা কারণে সংসদ অচল হয়েছে। কাজকর্ম ব্যাহত হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে লোকসভা এবার বেশি সময় চলেছে। রাজ্যসভা অবশ্য কম সময় চলেছে।

রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করতে না পারার জন্য সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার সরাসরি রাহুল গান্ধীর কংগ্রেসকে আক্রমণ করেছেন। এদিকে সনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস রাফায়েল চুক্তি নিয়ে বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করান। যা নিয়ে সংসদ উত্তাল করে বিরোধীরা।

এর মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার ডেপুটি স্পিকার পদে জয়ী হরিবংশ নারায়ণ সিংকে অভিনন্দন জানাতে গিয়ে বিরোধী বিজিত প্রার্থী বিকে হরিপ্রসাদকে নিয়ে তির্যক মন্তব্য করেন। যা শেষ অবধি রাজ্যসভায় রেকর্ড করা হয়নি।

এই অধিবেশনে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার বিল ২০১৮, দ্য প্রিভেনশন অব কোরাপশন বিল ২০১৩ (সংশোধনী), দ্য কনস্টিটিউশন বিল ২০১৭ (সংশোধনী), সিডিউলড কাস্ট অ্যান্ড সিডিউলড ট্রাইবস অ্যামেন্ডমেন্ট বিল ২০১৮ (প্রিভেনশন অব অ্যাট্রোসিটি) পাশ হয়েছে।

English summary
Monsoon session most productive in 18 years, reports PRS Legislative Research
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X