For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে বর্ষা ঢুকছে ভারতে? বৃষ্টিপাত নিয়ে খুব একটা আশার বাণী শোনাতে পারলেন না বিশেষজ্ঞরা

প্রবল গ্রীষ্মের মধ্যে দেশের জনতা বর্ষার মুখ চেয়ে থাকলেও খুব একটা আশার বাণী শোনাতে পারল না আবহাওয়া অফিস।

  • |
Google Oneindia Bengali News

গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যে দেশের জনতা বর্ষার মুখ চেয়ে থাকলেও খুব একটা আশার বাণী শোনাতে পারল না আবহাওয়া অফিস। আগামী ৪ জুন দক্ষিণ কেরলের উপকূল এলাকা দিয়ে ভারতে বর্ষার প্রবেশ হচ্ছে। তবে ২০১৯ সালে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে কিছুটা কম হবে বলে বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন। এর ফলে কৃষির প্রগতিতে ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১

সাধারণত প্রতিবছর জুনের পয়লা তারিখ থেকেই কেরলে বর্ষা এসে যায়। এবং জুলাই এর মধ্য ভাগের মধ্যে সারাদেশে বর্ষার আগমন ঘটে। সময়ে বৃষ্টি হলে চাল এবং অন্যান্য শস্যের যোগান ঠিক থাকে। দেশের ৭০ শতাংশ বৃষ্টি হয়ে যায় এই সময়ই। এদিকে আন্দামান ও নিকোবরের দিকে বর্ষা ২২ মে নাগাদ এসে পৌঁছবে। তবে কেরলে আসবে জুনের প্রথম সপ্তাহে।

কেরলে বর্ষা

কেরলে বর্ষা

সাধারণত প্রতিবছর জুনের পয়লা তারিখ থেকেই কেরলে বর্ষা এসে যায়। এবং জুলাই এর মধ্য ভাগের মধ্যে সারাদেশে বর্ষার আগমন ঘটে। সময়ে বৃষ্টি হলে চাল এবং অন্যান্য শস্যের যোগান ঠিক থাকে। দেশের ৭০ শতাংশ বৃষ্টি হয়ে যায় এই সময়ই। এদিকে আন্দামান ও নিকোবরের দিকে বর্ষা ২২ মে নাগাদ এসে পৌঁছবে। তবে কেরলে আসবে জুনের প্রথম সপ্তাহে।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে বর্ষার বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে কম হলে তা অবশ্যই আশঙ্কার কারণ বলে বিশেষজ্ঞরা ইতিমধ্যে জানিয়েছেন।

ভারতে বর্ষার বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ

ভারতে বর্ষার বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে বর্ষার বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে কম হলে তা অবশ্যই আশঙ্কার কারণ বলে বিশেষজ্ঞরা ইতিমধ্যে জানিয়েছেন।

দেশের চারটি অঞ্চলেই এবার বর্ষার খামতি থাকবে। উত্তর-পশ্চিম ও দক্ষিণ ভারতে যে পরিমাণ বৃষ্টি হবে, তার চেয়ে কম বৃষ্টিপাত হবে পূর্ব, উত্তর-পূর্ব ও মধ্য ভারতে। বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে পরিস্থিতি আশঙ্কার কারণ বয়ে আনতে পারে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

চারটি অঞ্চলেই এবার বর্ষার খামতি

চারটি অঞ্চলেই এবার বর্ষার খামতি

দেশের চারটি অঞ্চলেই এবার বর্ষার খামতি থাকবে। উত্তর-পশ্চিম ও দক্ষিণ ভারতে যে পরিমাণ বৃষ্টি হবে, তার চেয়ে কম বৃষ্টিপাত হবে পূর্ব, উত্তর-পূর্ব ও মধ্য ভারতে। বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে পরিস্থিতি আশঙ্কার কারণ বয়ে আনতে পারে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টিপাত ভালো হবে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি ও এনসিআর এলাকায় বৃষ্টিপাত কিছুটা কম হবে।

উত্তরে ভালো বৃষ্টিপাত

উত্তরে ভালো বৃষ্টিপাত

জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টিপাত ভালো হবে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি ও এনসিআর এলাকায় বৃষ্টিপাত কিছুটা কম হবে।

English summary
Monsoon in India will be below normal, likely to hit Kerala on June 4
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X