For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি বর্ষায় উল্লেখযোগ্যভাবে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তর-মধ্য ভারতে, বলছে মার্কিন সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

একদিকে যখন বন্যার কবলে বিহার সহ একাধিক রাজ্য তখন উত্তর-মধ্য ভারতের রাজ্য গুলিতে পর্যাপ্ত বৃষ্টিপাত নিয়ে আশঙ্কার মেঘ দানা বাঁধছে। সম্প্রতি একটি আমেরিকান মহাসাগর ও বায়ুমণ্ডলীয় সংস্থার গবেষণায় ভারতের একটা বড় অংশে চলতি বছরেই বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিতে পারে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এর জন্য বর্ষায় সৃষ্টি নিম্নচাপের ঘাটতিকেই কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞেরা।

বর্ষায় ব্যাপক ঘাটতি দেখা যেতে পারে উত্তর-মধ্য ভারতে

শুক্রবার প্রকাশিত জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় গবেষণা সংস্থার (এনওএএ) সমীক্ষায় এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। গবেষকেরা জানাচ্ছেন এই বছর দক্ষিণ এশীয় মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট পর্যাপ্ত নিম্নচাপে (এমএলপিএস) উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস লক্ষ্য করা যাচ্ছে। যার সরাসরি প্রভাব পড়বে উত্তর ও মধ্য ভারতের উপর। প্রসঙ্গত এই এমএলপিএস হল ভারতীয় উপমহাদেশে বৃষ্টি উত্পাদনকারী সিনোপটিক-স্কেল সিস্টেম। অনুমান করা হয় উত্তর ও মধ্য ভারতে বার্ষিক বৃষ্টিপাতের অর্ধেকেরও বেশি বৃষ্টি এই জলবায়ুগত বৈচিত্রের কারণেই হয়।

প্রাকৃতিক কারণেই হোক বা অন্যান্য একাধিক কারণে সৃষ্ট জলবায়ুগত পরিবর্তনের কারণেই হোক, এমএলপিএসের গুণগত পরিবর্তনগুলির সুদূরপ্রসারী আর্থ-সামাজিক প্রভাব পড়ে ভারতের উপর। এর উপর নির্ভর করে বর্ষার চাষাবাদও, এমনটাই জানাচ্ছে এনওএএ-র গবেষকেরা। এদিকে এমএলপিএসের সাধারণ কোনও পরিবর্তনও বৈশ্বিক জলবায়ুর উপরেও বেশ জরালো প্রভাব ফেলতে সক্ষম বলে জানাচ্ছেন গবেষকেরা। সূত্রের খবর, আজ অবধি দক্ষিণ এশীয় এমএলপিএসের সম্ভাব্য পরিবর্তনগুলির উপরে সীমিত গবেষণায় হয়েছে গোটা বিশ্বজুড়ে। সাম্প্রতিককালে এই বিষয়ে আমেরিকান মহাসাগর ও বায়ুমণ্ডলীয় গবেষণা সংক্ষা বেশ কিছু জোরদার সমীক্ষা শুরু করেছে।

English summary
Rainfall in North Central India may drop significantly this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X