পর্যাপ্ত বৃষ্টি নেই জুলাই মাসেও, দেশে বর্ষার ঘাটতি ১৬ শতাংশ
জুলাই মাস শেষের পথে। এখনও বৃষ্টির দেখা নেই দেশের অধিকাংশ অংশে। মহারাষ্ট্র, অসম, বিহার, উত্তর পূর্বের রাজ্য গুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হলেও দেশের অধিকাংশ রাজ্যে কিন্তু বর্ষার বৃষ্টি এখনও তেমন হয়নি। আবহাওয়া দফতরের পক্ষ থেকেও জানানো হয়েছে, মধ্য, পশ্চিম এবং দক্ষিণ ভারতে বৃষ্টির ঘাটতি রয়েছে।

রয়েছে সতর্কতাও
যদিও কেরল, তামিলনাড়ু এবং কর্নাটকে আগামী কয়েকদিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কোথাও কমবে বৃষ্টিপাতের পরিমাণ
এদিকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। আর উত্তর পূর্বের যে রাজ্য গুলি প্রবল বর্ষণের কারণে বানভাসী হয়েছে সেই অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। কিন্তু তারপরেও পর্যাপ্ত বৃষ্টি হয়নি বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ এই পর্যাপ্ত বর্ষণের উপরেই নির্ভর তরে দেশের সারা বছরের ফলন।

বর্ষা স্বাভাবিকের চেয়ে কম
সয়াবিন এবং তুলো উৎপাদনকারী দেশের মধ্যভাগের রাজ্যগুলিতে এবার বর্ষণ হয়েছে ৬৮ শতাংশ। অন্যদিকে রাবার ও কফি উৎপাদনকারী দেশের দক্ষিণের রাজ্যগুলিতে বর্ষণ হয়েছে ৭১ শতাংশ। কিন্তু তারপরেও গোটা দেশের নিরিখে এবার বর্ষার বৃষ্টির পরিমান স্বাভাবিকের খেরে ১৬ শতাংশ কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।