For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানি জঙ্গিদের কাছে গোপন 'ট্রাস্ট'-এর মাধ্যমে টাকা যাচ্ছে ভারত থেকে !রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

কাশ্মীর জুড়ে একাধিক তল্লাশি অভিযানে বারবার উঠে আসছে এলাকার একাধিক নামী ব্যবসায়ীর নাম। যাঁদের থেকে টাকা নিয়ে সীমান্ত পার করে চলছে পাচার পর্ব।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর জুড়ে একাধিক তল্লাশি অভিযানে বারবার উঠে আসছে এলাকার একাধিক নামী ব্যবসায়ীর নাম। যাঁদের থেকে টাকা নিয়ে সীমান্ত পার করে চলছে পাচার পর্ব। ইডির একাধিক চাঞ্চল্যকর রিপোর্টে ক্রমেই মুখেশ খুলছে কাশ্মীর জুড়ে বিছিয়ে থাকা সন্ত্রাসের জাল।

টাকা পাঠানোর নেপথ্যে কে?

টাকা পাঠানোর নেপথ্যে কে?

পাকিস্তানে বসে জনৈক সইদ সালাহউদ্দিন নামের এক জঙ্গি কামান্ডার এই গোটা প্রক্রিয়ার টাকা পাচারের তত্ত্বাবধান করে বলে জানা গিয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে চলছে এই কাজের তদারকি।

 ট্রাস্টের নাম কী?

ট্রাস্টের নাম কী?

'Jammu and Kashmir Affectees Relief Trust'
এই নাম নিয়ে পাকিস্তানের মাটিতে বসে ভারত থেকে টাকা পাচার করে চলেছে ওই জঙ্গি কমান্ডার। জানা গিয়েছে, জঙ্গি সংগঠন হিজাবুল মুজহিদ্দিনের কাছে এই টাকা সোজাসুজি যাচ্ছএ।

কোন পথে যাচ্ছে টাকা?

কোন পথে যাচ্ছে টাকা?

সূত্রের দাবি, পাকিস্তান হাইকমিশনের মারফৎ গোপনে টাকা পাচার হলেও, হাওয়ালার মাধ্যমেও টাকা পাচার চলছে। কখনও কখনও দেশ পারাপারের সময় মানুষের মাধ্যমে পাচার হচ্ছে টাকা। আর সন্ত্রাসকে ঘিরে এই গোটা জালই এবার গুটিয়ে নেওার অপেক্ষায় ইডি।

English summary
Money went to Terrorists through Pakistan baked trust in Jammy and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X