For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ইডির ফাঁসে তাবলিঘি জামাতের প্রধান, আর্থিক তছরুপের অভিযোগ দায়ের

এবার ইডির ফাঁসে তাবলিঘি জামাতের প্রধান, আর্থিক তছরুপের অভিযোগ দায়ের

Google Oneindia Bengali News

এবার ইডির ফাঁসে তাবলিঘি জামাত মার্কজের প্রধান মৌলনা সাদ। মার্কজ প্রধানের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করল ইডি। দিল্লি পুলিসের এইআইআরের প্রেক্ষিতেই এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়েছে মার্কজ প্রধানের বিরুদ্ধে।

এবার ইডির ফাঁসে তাবলিঘি জামাতের প্রধান, আর্থিক তছরুপের অভিযোগ দায়ের

সরকারি নির্দেশ অমান্য করে হাজার খানেক লোককে নিয়ে দিল্লির নিজামউদ্দিনে তাবলিঘি জামাতের জমায়েত করেন মৌলনা সাদ। প্রায় ২০০০ বিেদশি সদস্য এই জমায়েতে অংশ নিয়েছিলেন। তাঁদের কাছ থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা দেশে। প্রায় ১০০০ জন সংক্রামিত হন করোনা ভাইরাসে। তারপরেই মৌলনা সাদের বিরুদ্ধে এইআইআর দায়ের করে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ।

যদিও ঘটনার পর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি মৌলনা সাদের। পরে ভিডিও বার্তায় তিনি জানান নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। শেষে দিল্লির একটি গোপন জায়গায় তিনি আত্মগোপন করে রয়েছেন বলে জানা যায়। এই ঘটনার পর জামাতের জমায়েতের বিরুদ্ধে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। একে তালিবানি অপরাধ বলে আক্রমণ করেন সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুক্তার আব্বাস নকভি।

English summary
Money laundering case against Tablighi Jamat Markaz Chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X