For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনের আতঙ্কে থরহরি কম্প শেয়ার মার্কেটে! একদিনে ক্ষতি ৩.৫৫ লক্ষ কোটির

করোনার সেকেন্ড ওয়েভ ছড়িয়েছে দেশে। ফলে লকডাউন আতঙ্কে প্রভাব পড়ল শেয়ার বাজারেও। গত সপ্তাহের শুরুতেই সেনসেক্স পড়েছিল ১০৮ পয়েন্ট। আর এই সপ্তাহের শুরুতেই সোমবার ৮৮৩ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটিও নেমে গিয়েছে ১৪৪০০-তে।

Google Oneindia Bengali News

করোনার সেকেন্ড ওয়েভ ছড়িয়েছে দেশে। ফলে লকডাউন আতঙ্কে প্রভাব পড়ল শেয়ার বাজারেও। গত সপ্তাহের শুরুতেই সেনসেক্স পড়েছিল ১০৮ পয়েন্ট। আর এই সপ্তাহের শুরুতেই সোমবার ৮৮৩ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটিও নেমে গিয়েছে ১৪৪০০-তে। ওযুধ সংস্থা বাদ দিলে সব ক্ষেত্রেই বড় ধস নেমেছে করোনার আবহে।

একদিনে ৩.৫৫ লক্ষ কোটি ক্ষতি বিনিয়োগকারীদের!

একদিনে ৩.৫৫ লক্ষ কোটি ক্ষতি বিনিয়োগকারীদের!

করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। সেইসঙ্গে লকডাউনের আতঙ্ক পেয়ে বসে শেয়ার মার্কেটে। ব্যাঙ্কিং ও এভিয়েশন সেক্টরের শেয়ার উল্লেখযোগ্যভাবে পড়ে গিয়েছে। শুধু সোমবারই ৩.৫৫ লক্ষ কোটি ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। এদিন বেশ কয়েকটি রাজ্যে লকডাউন জারি হয়েছে। তার প্রভাবে আরও পতন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কেট খোলার প্রথম দিনেই শেয়ার মার্কেটে পতন

মার্কেট খোলার প্রথম দিনেই শেয়ার মার্কেটে পতন

গত সপ্তাহে পতন দিয়ে শেয়ার মার্কেট খুললেও সপ্তাহের শেষের দিকে কিছুটা উঠেছিল শেয়ার বাজার। তবে ৪৮৮৩২-এর ঊর্ধ্বে ওঠেনি। এদিন ফের ৮৬২.৭৬ পয়েন্ট পতন হল সেনসেক্সে। ফলে সেনসেক্স বর্তমানে ৪৭৯৬৯.২৭। নিফটির শেয়ার তালিকায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে আদানি পোর্টসের। এই সংস্থার শেয়ার পড়েছে ৪.৫৭ শতাংশ। এরপর রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন ও ওএলজিসি।

লকডাউনের আশঙ্কায় ডুবতে বসেছে শেয়ার মার্কেট

লকডাউনের আশঙ্কায় ডুবতে বসেছে শেয়ার মার্কেট

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবথেকে ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র। ইতিমধ্যেই আংশিক লকডাউন শুরু হয়েছে রাজ্যে। ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন হয়েছে রাজধানী দিল্লিতে। দেশের করোনা চিত্র দেখে শঙ্কিত অর্থনীতি। স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল পরিস্থিতি এবং লকডাউনের আশঙ্কায় ডুবতে বসেছে শেয়ার মার্কেট।

ঘোর অনিশ্চয়তা, উদ্বেগ ছড়াল লগ্নিকারীদের মধ্যে

ঘোর অনিশ্চয়তা, উদ্বেগ ছড়াল লগ্নিকারীদের মধ্যে

করোনার প্রথম ঢেউ ও লকডাউনের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল অর্থনীতি। শেয়ার মার্কেটে জোয়ার আসছিল। তখনই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ল। ব্যবসা-বাণিজ্যের ছন্দে ফেরা হল না। তার মধ্যেই শুরু হয়ে গেল ঘোর অনিশ্চয়তা। উদ্বেগ ছড়াল লগ্নিকারীদের মধ্যে।

English summary
Money investor loses rupees 3.55 lacs crores is share market due to sensex falls for Corona lockdown fears.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X