For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম পর্যায়ের মনোনয়ন জমার শেষ দিন! আজ মনোনয়ন জমা দেবেন যাঁরা

সোমবার ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৮ মার্চ থেকে মনোনয়ন জমা নেওয়ার কাছ শুরু হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

সোমবার ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৮ মার্চ থেকে মনোনয়ন জমা নেওয়ার কাছ শুরু হয়েছিল। সারা দেশে ৯১ টি আসনে প্রথম পর্যায়ের নির্বাচন হতে চলেছে ১১ এপ্রিল। একইসঙ্গে ওই দিন নির্বাচন হতে চলেছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিমের সবকটি এবং ওড়িশার কয়েকটি বিধানসভা আসনে।

প্রথম পর্যায়ের মনোনয়ন জমার শেষ দিন! আজ মনোনয়ন জমা দেবেন যাঁরা

সোমবার মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে, নীতীন গড়কড়ি(নাগপুর), রাজবব্বর ( ফতেপুর সিক্রি), জেনারেল ভিকে সিং ( গাজিয়াবাদ), হেমা মালিনী ( মথুরা),
কর্নাটক থেকে এইচডি দেবেগৌড়ারও এদিন মনোনয়ন জমা দেবেন।

সারা দেশের ২০ টি রাজ্যের ৯১ টি আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ মার্চ, সোমবার। মনোনয়ন স্ক্রুটিনি করে দেখা হবে ২৬ মার্চ। প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারবেন ২৮ মার্চ পর্যন্ত।

প্রথম পর্যায়ের ৯১ টি আসনের মধ্যে রয়েছে, অন্ধ্রপ্রদেশের ২৫টির সব কটি, উত্তর প্রদেশের আটটি, মহারাষ্ট্রের সাতটি, উত্তরাখণ্ড এবং অসমের পাঁচটি করে আসন এবং
বিহার ও ওড়িশার চারটি করে আসন। এছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয়, পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীরের দুটি করে আসনেও ভোট হতে চলেছে ১১ এপ্রিল। আন্দামান নিকোবর এবং লাদাখের একটি করে আসনে ভোট হবে ১১ এপ্রিল।

১১ এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচনে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫ টি আসন, অরুণাচলের ৬০ টি, সিকিমের ৩২ টি এবং ওড়িশার ২৮ টি বিধানসভা আসনে নির্বাচন হবে।

নির্বাচন কমিশন ১০ মার্চ নির্বাচনের কথা ঘোষণা করেছিল। সেদিন থেকেই চালু হয়ে গিয়েছিল নির্বাচনের আদর্শ আচরণ বিধি।

English summary
Monday is last day to file nominations for 1st phase polling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X