For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সবচেয়ে বড় RSS প্রচারক, তাঁকে পরিচালনা করে না, গুজরাত ভোটের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা মোহন ভাগবতের

মোদী সবচেয়ে বড় RSS প্রচারক, তাঁকে পরিচালনা করে না, গুজরাত ভোটের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা মোহন ভাগবতের

Google Oneindia Bengali News

বিজেপিকে পরিচালনা করছে আরএসএস। এমনই রব তুলেছে বিরোধীরা। সেই রবের মাঝেই সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেছেন প্রধানমন্ত্রী মোদী নিজেই সংঘের প্রচারক। তাঁকে আলাদা করে পরিচালনা করার প্রয়োজন হয় না। কারণ সংঘ কখনোই তাঁর স্বয়ংসেবকদের নিয়ন্ত্রণ করে না। গুজরাতের বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

গুজরাত ভোটের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা মোহন ভাগবতের

ভোপালে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেছেন, যখনই সংঘের প্রসঙ্গ আসে তখনই প্রধানমন্ত্রী মোদীর নাম ওঠে। িতনি স্মরণ করিয়ে দিেয়ছেন,প্রধানমন্ত্রী মোদী সংঘের একজন স্বয়ংসেবক এবং প্রচারক। কাজেই তাঁকে সংঘ নিয়ন্ত্রণ বা পরিচালনা করে না। এখনও তিনি সেই কাজ করেন। ভিএইচি আরএসএসের স্বয়ংসেবকদের নিয়েই তৈরি হয়েছে। তবে সংঘ কখনোই তাদের নিয়ন্ত্রণ করেনি। আরএসএস কেবল তাদের পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য প্রতিরাজ্যে বিধানসভা ভোটের আগে আরএসএসের একটি করে বৈঠক হয়। তারপরে বিজেপি প্রস্তুতি শুরু করে। উত্তর প্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সবক্ষেত্রেই তাই দেখা িগয়েছে। তারপরেইপ্রশ্ন উঠতে শুরু করেেছ যে সংঘের নিয়ন্ত্রমে থেকেই কাজ করছে বিজেপি। সেই দাবি যে মিথ্যে সেটা বুঝিয়ে দিতেই সংঘ প্রধানের এই বার্তা বলে মনে করা হচ্ছে।

আর কয়েকদিন পরেই গুজরাতে বিধানসভা ভোট। আজ গুজরাতে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমেই সোমনাথ মন্দিরে পুজো দিয়েছেন তিনি। তারপরে একের পর এক সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাতে এবার একটু চাপেই রয়েছে বিজেপি। মোরবি কাণ্ডের জেরে গুজরাত সরকার একটু চাপেই রয়েছে। তাই বারবার মোদীকে ছুটে আসতে হচ্ছে গুজরাতে। বেশ কয়েকবার মোদী গুজরাত সফর করে ফেলেছেন। ২০২৪-র লোকসভা ভোটের আগে গুজরাতের ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিীক মহল।

English summary
Mohan Bhagwatcoment on PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X