For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঞ্চে ছিলেন না, তবে মোহন ভাগবতের ভাষণে উচ্চাসনে স্থান আডবাণীর

Google Oneindia Bengali News

ভূমিপুজোয় অংশ নেওয়া ও রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ আজকের দিনের মহাত্ম উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের তৎকালীন সংঘপ্রধান আমাদের বলেছিলেন এই কাজ করতে ২০-৩০ বছর লাগবে। তাই লাগল। ২৯ বছর। আমরা অপেক্ষা করেছি। আজ ৩০ বছরের মাথায় যা সংকল্প ছিল তার পূরণ করার আনন্দ উপভোগ করছি।'

লালকৃষ্ণ আডবাণীর অনুপস্থিতি

লালকৃষ্ণ আডবাণীর অনুপস্থিতি

এদিকে রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম 'পুরধা' লালকৃষ্ণ আডবাণী। কিন্তু তিনি আজ উপস্থিত ছিলেন না। কেন ছিলেন না? মোহন ভাগবত বলেন, 'এই ঘটনায় অনেকেই সেই সময় বলিদান দিয়েছে। প্রথম সারিতে দাঁড়িয়ে লড়েছে তাঁরা আজ এখানে সশরীরে উপস্থিত নেই। কিন্তু তাঁরা আমাদের সঙ্গে রয়েছেন। যেমন আডবাণীজি ঘরে বসে এই অনুষ্ঠান দেখছেন। এমন পরিস্থিতি আজ যে ইচ্ছে থাকলেও অনেককে ডাকা যায়নি।'

গোটা দেশে আজ আনন্দের ছবি

গোটা দেশে আজ আনন্দের ছবি

এরপর তিনি আরও বলেন, 'গোটা দেশে আজ আনন্দের ছবি। আনন্দ আরও এই কারণে যে, আত্মনির্ভর হওয়ার জন্য যে আত্মউপলব্ধির দরকার ছিল তা পূরণ হয়েছে। সারা জগতে নিজেকে এবং নিজের মধ্যে সারা জগতকে দেখার ঐতিহ্য ভারতের রয়েছে । সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার ঐতিহ্য রয়েছে। অশোক সিঙ্ঘলজী এখানে থাকলে ভালো হত। আমার বিশ্বাস যিনি নেই তিনিও সঙ্গে আছেন আমাদের। কোরোনা-আবহে আমরা সারা বিশ্বকে পথ দেখাতে পারি। তৃতীয় রাস্তা দেখাতে পারি।'

রামের পরাক্রম আমাদের মধ্যে এখনও আছে

রামের পরাক্রম আমাদের মধ্যে এখনও আছে

ভাগবত আরও বলেন, 'রামের পরাক্রম আমাদের মধ্যে এখনও আছে। সব কিছুই রামের আর সবার মধ্যেই রাম আছেন। এখানে মন্দির তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের সবার মনের অযোধ্যা সাজাতে হবে। সবার উন্নতি করা, সবাইকে আপন ভাবা ধর্ম পালন করতে হবে। মন্দির তৈরি হওয়ার আগেই আমাদের মনকে তৈরি করতে হবে। হৃদয় থেকে ভেদাভেদ দূর করে শুধু দেশবাসীর কথা ভাবতে হবে। রাম মন্দিরের সঙ্গে অন্যান্য মন্দিরের পার্থক্য রয়েছে।'

আডবাণী প্রসঙ্গে চুপ মোদী

আডবাণী প্রসঙ্গে চুপ মোদী

অবশ্য মোহন ভাগবত আডবানণী নাম নিলেও তাঁতে স্মরণ করলেন না প্রধানমন্ত্রী মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আজ পুরো বিশ্বজুড়ে রাম-সীতা নাম ধ্বনিত হচ্ছে৷ সারা বিশ্বের রামভক্তদের আজকের এই শুভদিনে শুভেচ্ছা জানাই৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরযূ নদীর তীরে আজ স্বর্ণযুগের সূচনা হল৷ আজ এক ইতিহাসের সাক্ষী হলাম৷ রাম আমাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে৷'

<strong>'জয় শ্রীরাম!' অযোধ্যায় কয়েক শতকের অপেক্ষার অবসানের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর</strong>'জয় শ্রীরাম!' অযোধ্যায় কয়েক শতকের অপেক্ষার অবসানের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

English summary
Mohan Bhagwat remembers LK Advani for his contribution for the Ram Mandir movement over the years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X