For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমালিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক জঙ্গি হামলা , ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত ৩০০ জন

সোমালিয়ার মোগাদিশুতে এক নৃশংস জঙ্গি হামলার শিকার হলেন প্রায় ৫০০ জন মানুষ।

  • |
Google Oneindia Bengali News

সোমালিয়ার মোগাদিশুতে এক নৃশংস জঙ্গি হামলার শিকার হলেন প্রায় ৫০০ জন মানুষ। সেখানে এক ট্রাক বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০০ জন। আহতের সংখ্যা শাতাধিক। আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন বহু মানুষ। বিশ্বের সবচেয়ে ভয়াবহ এই হামলায় আতঙ্ক ক্রমশ গ্রাস করছে সোমালিয়াকে । রক্তাক্ত ঘটনাস্থলে এখন শুধুই স্বজন হারার কান্না।

বিশ্বের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলা সোমালিয়ায়, ভয়ঙ্কর বিস্ফোরণে আক্রান্ত ৫০০

শনিবারের এই দুর্ঘটনায় একটি বিস্ফোরক বোঝাই বাসে হঠাৎই বিস্ফোরণ হতে দেখা যায়। আর সেই ঘটনাতেই মুহুর্তে তছনছ হয়ে যায় গোটা একটা এলাকা। সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের মতে ঘটনায় মৃতের সংখ্যা ২৭৬ জন। আহত হয়েছেন, প্রায় ৩০০ জন মানুষ। উদ্ধারকারী দলের তরফে জানানো হচ্ছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে , মৃতদের দেহ উদ্ধার করাও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই মৃত 'দেহ' বলে কিছু পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, সোমালিয়া বহুদিন ধরেই ইসলামিক জঙ্গি সংগঠন আল সাহেব-এর সঙ্গে লড়াই করে চলেছে। বহু ভাবে এই জঙ্গি সংগঠন সোমালিয়ার বুকে রক্তপাত ডেকে এনেছে। এদের বিরুদ্ধে সোমালিয়া ও মার্কিন সরকারের যৌথ সেনা হামলারও উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এই জঙ্গি সংগঠনের তরফে এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করা হয়নি। অন্য়দিকে , সোমালিয়া সরকারের তরফে এই মর্মান্তিক নাশকতার ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

English summary
At least 500 people are believed to have been killed or seriously injured in Mogadishu, the capital of Somalia, in one of the most lethal terrorist acts anywhere in the world for many years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X