For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাটনার পর আজ ফের বিহার সমাবেশে মোদী, সঙ্গী পাসোয়ান

Google Oneindia Bengali News

পাটনার পর আজ ফের বিহার সমাবেশে মোদী, সঙ্গী পাসোয়ান
মুজাফ্ফরপুর, ৩ মার্চ : আজ বিহারের মুজাফ্ফরপুরে জনসভা করবেন নরেন্দ্র মোদী। মঞ্চে উপস্থিত থাকবেন বিজেপির নয়া জোটসঙ্গী লোক জনশক্তি পার্টির প্রধান রাম বিলাস পাসোয়ান।

গত বৃহস্পতিবার রাজনাথ সিং জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই বিজেপি-এলজেপি জোট চূড়ান্ত হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই মোদীর সঙ্গে দেখা করবেন পাসোয়ান।

দারভাঙ্গা-মুজাফ্ফরপুর জাতীয় সড়কের কাছে বখরি পরিমাসা এলাকায় মোদীর হুঙ্কার সমাবেশের আযোজন হয়েছে। যদিও প্রাথমিকভাবে অন্য স্থান নির্বাচন করা হয়েছিল সমাবেশের জন্য। তবে জায়গাটি ছোট হবে এবং সকলের স্থান সঙ্কুলান হওয়া সম্ভব নয় ভেবেই শেষমেষ স্থান পরিবর্তন করতে হয় বিজেপি নেতৃত্বকে।

এই সমাবেশের জন্য স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রথমে পুলিশ লাইন গ্রাউন্ডের আবাসিক ও প্রশিক্ষণ মাঠের পুরোটাই চেয়েছিল। কিন্তু নীতিশ সরকার সাঁড়াশি চাপ দিতে ইচ্ছাকৃতভাবে তার অনুমতি দেয়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা।

আজকের জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিজেপি-এলজেপির জোট ঘোষণার পর এই প্রথম একই মঞ্চে দেখা যাবে মোদী পাসোয়ানকে। ২০০২ সালে গুজরাটের দাঙ্গার পরে এই পাসোয়ানই মোদীর তুমুল বিরোধিতা ও সমালোচনা করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে বেরিয়ে আসেন পাসোয়ান। কিন্তু লোকসভা ভোটের আগে সব হিসাব নিকাশ করে পাসোয়ান ফের মোদীকে সমর্থন করে বিজেপিকে সমর্থন করাই বুদ্ধিমানের মতো কাজ হবে তা বুঝতে পেরেছেন।

নভেম্বরে পাটনার সমাবেশের পরে এই প্রথম আবার বিহারে সমাবেশ করতে চলেছেন মোদী। পাটনার ওই সমাবেশেই একাধিকবার বিস্ফোরণে কেঁপে উঠেছিল পাটনার গান্ধী ময়দান। এবারে তাই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।n

English summary
Modi's rally in Bihar today; Ram Vilas Paswan to attend
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X