For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরান-মার্কিন সংঘাতের মাঝেই পারস্পরিক স্বার্থে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসাথে কাজ করার বার্তা মোদীর

ইরান-মার্কিন সংঘাতের মাঝেই পারস্পরিক স্বার্থে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসাথে কাজ করার বার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

ইরান-মার্কিন সংঘাতের মাঝেই এবার ট্রাম্পকে পাশে থাকার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি ফোনালাপে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন যে পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রেই সহযোগিতা বাড়াতে নয়াদিল্লী ওয়াশিংটনের সাথে কাজ চালিয়ে যাবে।

ইরান-মার্কিন সংঘাতের মাঝেই পারস্পরিক স্বার্থে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসাথে কাজ করার বার্তা মোদীর

যদিও পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, নববর্ষের শুভেচ্ছা বিনিময় কালেই সোমবারের এই ফোনালাপটি হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। সেই সময়ই পারস্পরিক বোঝাপড়ায় একসাথে চলার বার্তাটি দেন মোদী। যদিও ট্রাম্পের নির্দেশে ইরাকে মার্কিন বিমান হানায় গত সপ্তাহে ইরানি গোয়েন্দা প্রধান এবং কুডস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানি এবং অন্যান্য সামরিক কর্মকর্তাদের হত্যার পরই এই ফোন কলটি আসে বলে জানা যাচ্ছে।

ঘটনাচক্রে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার ইরান, আরব পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সাথে টেলিফোনের মাধ্যমে একটি বার্তালাপে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে।

English summary
modis message of working together with donald trump in the midst of iran us conflict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X