For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর মেক ইন ইন্ডিয়াকে কটাক্ষ করে টুইট রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

কিছুদিন আগেই কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বিস্তীর্ণ আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব (‌আরসিইপি)‌ প্রস্তাব চুক্তি নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। মায়ের পর এবার ছেলেও একই কাজ করলেন। রাহুল গান্ধী সোমবার নরেন্দ্র মোদীর '‌মেক ইন ইন্ডিয়া’‌ নিয়ে কটাক্ষ করে জানান যে এটা চিন থেকে কেনা হয়েছে।

মোদীর মেক ইন ইন্ডিয়াকে কটাক্ষ করে টুইট রাহুল গান্ধীর


প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটে বলেন, '‌মেক ইন ইন্ডিয়া চিন থেকে কিনছে। প্রত্যেক বছর আমরা প্রতিটি ভারতীয়দের জন্য চিন থেকে ৬০০০ টাকার পণ্য আমদানি করি। ২০১৪ সাল থেকে তা ১০০ শতাংশ বেড়ে গিয়েছে। এর মাধ্যমে সস্তা পণ্যের বন্যা বইবে ভারতে, যার ফলে কয়েক লক্ষ চাকরির ক্ষতি হবে এবং ভারতের অর্থনীতি পঙ্গু হবে।’‌ এই টুইটের সঙ্গে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে আরসিইপিকে উল্লেখ করেছেন। নরেন্দ্র মোদী যে সময় ব্যাঙ্ককে, ঠিক তখনই উভয় কংগ্রেস নেতা তাঁকে কটাক্ষ করে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তিনদিনের সফরে গিয়েছেন ব্যাঙ্কক। সেখানে ৩ নভেম্বর তিনি এশিয়ান–ভারত সামিটে যোগ দেন এবং সোমবার ১৪তম পূর্ব এশিয়া সামিট এবং তৃতীয় আরসিইপি সামিট বেঠকে অংশ নেন।

আরসিইপি চুক্তির বিরোধিতা করে কংগ্রেস জানিয়েছে, চিনের সঙ্গে যে কোনও বাণিজ্য চুক্তি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাব্য সমাধান নয়। কংগ্রেসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে এই চুক্তির ফলে ভারতের বাজারে বিদেশি পণ্যের বন্যা বইবে। অবাধ বাণিজ্য চুক্তির দেশগুলির মধ্যে সম্মতির অভাবের কারণে অদূর ভবিষ্যতে আরসিইপি নিয়ে আলোচনার সম্ভাবনা নেই।

উল্লেখযোগ্যভাবে, আরসিইপি হল অ্যাসোসিয়েশন অফ দক্ষিণপূর্ব এশিয়ান নেশনস এর ১০ টি দেশ এবং অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, কোরিয়া এবং নিউজিল্যান্ড সহ ছয়টি এফটিএ অংশীদারদের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি। আরসিইপি বিশ্বব্যাপী মোট দেশীয় উৎপাদনের ২৫%, বিশ্ব বাণিজ্যের ৩০%, বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ প্রবাহের ২৬%, এবং বিশ্বের জনসংখ্যার ৪৫% হিসাবে বিবেচিত হয়েছে।

English summary
congress leader rahul gandhi monday hit out at the rcep, he tweet against narendra modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X