For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর দেড়ঘণ্টা ভাষণে যুবকদের জন্য কর্মসংস্থানের কথা নেই, কটাক্ষ রাহুল গান্ধীর

মোদীর দেড়ঘণ্টা ভাষণে যুবকদের জন্য কর্মসংস্থানের কথা নেই, কটাক্ষ রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেকারত্বের মত মূল বিষয় নিয়ে কথা না বলে বরং মানুষকে জওহরলাল নেহেরু থেকে পাকিস্তানের বিষয় নিয়ে কথা বলে মনোযোগ সরানোর চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার এভাবেই মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মোদীর দেড়ঘণ্টা ভাষণে যুবকদের জন্য কর্মসংস্থানের কথা নেই, কটাক্ষ রাহুল গান্ধীর


প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল জানান যে মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উভয়ই সংসদে দীর্ষ ভাষণ দেন কিন্তু যুব সম্প্রদায়ের কর্মসংস্থান নিয়ে দিশা দেখাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। কংগ্রেস নেতা বলেন, '‌দেশের সব যুব সম্প্রদায়ই স্কুল, কলেজ–বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর কর্মসংস্থান চান। আমরা প্রধানমন্ত্রীকে অনবরত জিজ্ঞাসা করেছি যে আপনি দেড়ঘণ্টা ভাষণ দিলেন আর আপনি যুব সমাজকে দু’‌মিনিটের জন্য তাঁদের কর্মসংস্থান নিয়ে কথা বলতে পারলেন না এবং আপনার সরকার এ বিষয়ে কি পদক্ষেপ করছে।’‌ তিনি আরও বলেন, '‌যুব সমাজ দেখছে যে প্রধানমন্ত্রীর কাছে কোনও জবাব নেই।’‌ প্রাক্তন কংগ্রেস সভাপতি সংসদের বাইরে এভাবেই মোদীকে আক্রমণ করেন।

রাহুল গান্ধী বলেন, '‌সরকার এর আগে অর্থনীতি, মেক ইন ইন্ডিয়া, ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার নিয়ে কথা বললেও দেশের সবচেয়ে বড় সমস্যা নিয়ে তিনি মুখ খুললেন না। উপরন্তু কংগ্রেস, নেহেরু, পাকিস্তান, বাংলাদেশের মতো অন্য বিষয় নিয়ে কথা বলে মানুষের আকর্ষণ ঘুরিয়ে দিতে চাইছেন। তাঁর (‌মোদী)‌ স্টাইলই হল মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়া।’ রাহুল বলেন, '‌প্রধানমন্ত্রী জি প্রধান বিষয় সম্পর্কে কথা বলুন। যুবকদের বলুন আপনি কর্মসংস্থান নিয়ে কি করছেন। তাঁর স্টাইল হল দেশকে বিভ্রান্ত করা। তিনি বলেছিলেন যে যুবকদের দুই কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু সাড়ে পাঁচ বছর কেটে গিয়েছে। গত বছর ১ কোটি যুবক চাকরি হারিয়েছে, তিনি একটি কথাও বলতে পারছেন না এ বিষয়ে।’‌‌

English summary
The Congress leader alleged that he was distracting people by talking about other things from Jawaharlal Nehru to Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X