For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীনমিক্স ফেল! অর্থনীতির হাল ফেরাতে অধীর চৌধুরীর পরামর্শ প্রধানমন্ত্রীকে

Google Oneindia Bengali News

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর তোপের নিশানায় কেন্দ্র তথা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরিকল্পনা। ফের কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে অধীর বলেন, 'মোদীনমিক্স ফেল করেছে। জিঙ্গোইজম বা কট্টরপন্থা দিয়ে দেশের অর্থনীতিকে পুনর্জীবিত করা যাবে না।'

মোদীকে পরামর্শ অধীরের

মোদীকে পরামর্শ অধীরের

তাছাড়া অধীরবাবু মোদীকে পরামর্শ দেন যাতে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথা মতো চলেন। চিনের অর্থনীতির সঙ্গে তুলনা করে অধীর চৌধুরী বলেন, 'যেখানে এই পরিস্থিতিতেও চিনের অর্থনীতি বৃদ্ধি পেয়েছে ৩.৮ শতাংশ সেখানে ভারতীর অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ২৩.৯ শতাংশ। দেশ দেউলিয়া হওয়ার পথে।'

ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জিডিপি

ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জিডিপি

প্রসঙ্গত, ভারতের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, অতিমারী করোনার জেরে গত ৪০ বছরে সব থেকে বড় ধাক্কা খেয়েছে অর্থনীতি। ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জিডিপি। আর এর জেরে ভারতের উন্নয়নশীল থেকে উন্নত দেশ হওয়ার স্বপ্নে লেগেছে ধাক্কা।

করোনার ধাক্কায় তলানিতে অর্থনীতি

করোনার ধাক্কায় তলানিতে অর্থনীতি

করোনার ধাক্কায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে গত বছরের এপ্রিল-জুন সময়ের চেয়ে ৩১ দশমিক ২ শতাংশ কমেছে প্রবৃদ্ধির হার। এ ছাড়া এই সময়ে ম্যানুফ্যাকচারিং খাত ৩৯.৩ শতাংশ এবং নির্মাণ খাত ৫০.৩ শতাংশ সঙ্কুচিত হয়েছে। বাণিজ্য খাতে সঙ্কোচন দেখা গিয়েছে ৪৭ শতাংশ। বিনিয়োগও কমেছে ৪৭ শতাংশ।

অধীর চৌধুরীর টুইট

অধীর চৌধুরীর টুইট

এই বিষয়েই এদিন অধীরবাবু টুইট করে লেখেন, 'মোদীনমিক্স ফ্ল্যাট হয়ে পড়ে গিয়েছে। অর্থনীতি ফের তুলে ধরতে হলে কট্টরপন্থার পথ অবলম্বন বন্ধ করতে হবে। আপনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) একবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে কথা বলুন। তাঁর কথা ধৈর্য্য সহকারে শুনুন।'

সফল হল DRDO-র পরীক্ষণ, কী এই হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল?সফল হল DRDO-র পরীক্ষণ, কী এই হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল?

English summary
Modinomics has been fallen flat, PM should talk to Manmohan Singh says Congress leader Adhir Chowdhury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X