For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-জিনপিং বৈঠককে কেন্দ্র করে কীভাবে সেজে উঠেছে ইতিহাসের সাক্ষী মহাবলীপুরম, দেখুন ছবিতে

  • |
Google Oneindia Bengali News

ইতিহাসের সাক্ষী মহাবলীপুরমে ভারত ও চিনের দুই সর্বোচ্চ রাষ্ট্রনেতা বৈঠক করবেন। নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের এই বৈঠক ঘিরে উৎকণ্ঠা যেমন রয়েছে, তেমনই আগ্রহও রয়েছে। একদিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে এই বৈঠকের দিকে। কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ভারত-চিন মুখোমুখি হচ্ছে। এর পাশাপাশি তামিলনাড়ুর সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ তুঙ্গে। একনজরে দেখে নেওয়া যাক, মোদী-জিনপিং বৈঠক ঘিরে কীভাবে সেজে উঠেছে মহাবলীপুরম।

মহাবলীপুরমের মন্দির

মহাবলীপুরমের মন্দির

হাজার বছরের পুরনো এই মন্দির প্রাঙ্গণেই মোদী-জিনপিং বৈঠকে মিলিত হবেন।

সেজে উঠছে প্রাঙ্গণ

সেজে উঠছে প্রাঙ্গণ

প্রায় ১২শ বছরের পুরনো নানা স্থাপত্য ও ভাষ্কর্য এই শহরের অন্যতম বৈশিষ্ট।

ঝুলন্ত পাথর

ঝুলন্ত পাথর

এই সেই ঝুলন্ত পাথর যা প্রায় বিজ্ঞানকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে। এটিও জিনপিং ঘুরে দেখবেন।

উপকূলে নিরাপত্তা

উপকূলে নিরাপত্তা

তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় জিনপিংয়ের সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে।

জিনপিং বেশে

জিনপিং বেশে

চিনা রাষ্ট্রপতি জিনপিংকে সম্মান জানাতে তাঁর মুখোশ পরে দেখা গিয়েছে তামিলনাড়ুর একটি স্কুলের পড়ুয়াদের।

শি-কে আমন্ত্রণ

শি-কে আমন্ত্রণ

তামিলনাড়ুতে এভাবেই চিনা ভাষায় লিখে আমন্ত্রণ জানানো হবে শি জিনপিংকে।

তোরণ

তোরণ

মহাবলীপুরমে এমন সুদৃশ্য তোরণ তৈরি করা হয়েছে চিনের রাষ্ট্রপতি জিনপিংকে আমন্ত্রণ জানানোর জন্য।

কড়া নিরাপত্তা

কড়া নিরাপত্তা

চেন্নাইয়ের রাস্তাঘাট এভাবেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

English summary
Modi-Xi summit at Mamallapuram : How is the preparedness of this grand event
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X