For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-জিনপিং বৈঠক মহাবলীপুরমে : দু'দিনের সফরসূচিতে কী কী কর্মসূচি রয়েছে দেখুন একনজরে

দু'দিনের ভারত সফরে আসছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং।

  • |
Google Oneindia Bengali News

এদিন শুক্রবার দু'দিনের ভারত সফরে আসছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মহাবলীপুরমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও বাণিজ্য ও আন্তর্জাতিক স্তরের নানা বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হতে পারে। এই সফরসূচিতে ঠিক কী রয়েছে তা দেখে নেওয়া যাক একনজরে।

মোদী-জিনপিং বৈঠক : দুদিনের সফরসূচিতে কী কী কর্মসূচি রয়েছে দেখুন একনজরে

চিনা রাষ্ট্রপতির সফরসূচি

  • চিনের রাষ্ট্রপতি শুক্রবার দুপুর দুটো নাগাদ চেন্নাই বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে একটি বিলাসবহুল হোটেলে।
  • বিকেল পাঁচটা নাগাদ লাল কার্পেট পেতে অভ্যর্থনা জানানো হবে মহাবলীপুরমে। সেজন্য রাজ্য ও কেন্দ্র সরকার আয়োজনের কোনও ত্রুটি রাখেনি।
  • এই শহরটির সঙ্গে চিনের ফুজিয়ান প্রদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আর সেজন্যই চিনের রাষ্ট্রপতির ভারত সফরে এই জায়গাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
  • বিকেল পাঁচটা নাগাদ মহাবলীপুরমের তিনটি ঐতিহাসিক সৌধ দর্শন করবেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।
  • সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাবলীপুরমের মন্দিরে বসে দুই রাষ্ট্রনেতা নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার নিয়ে নিজেদের মতামত বিনিময় করতে পারেন।
  • এরপর ওই মন্দির চত্বরে চিনের রাষ্ট্রপতি জিনপিংয়ের জন্য নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • শনিবার দুই দেশের নেতাদের কূটনৈতিক স্তরে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই আলোচনার পর মধ্যাহ্নভোজ সারবেন মোদী ও জিনপিং। তারপরই দুপুর ১২ টা ৪৫ মিনিট নাগাদ চিনের উদ্দেশ্যে রওনা দেবেন জিনপিং।
English summary
Modi-Xi meeting in Mahabalipuram : Itinerary of this event as Indo-China ties getting stronger
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X