For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার পর মোদী! মহাবলীপুরমে কবিতা লিখে প্রধানমন্ত্রী কোন বার্তা দিলেন

দক্ষিণ এশিয়ায় কাশ্মীর নিয়ে রাজনৈতিক ডামাডোলের পরিস্থিতিতে গত সপ্তাহেই চিনের প্রেসিডেন্ট জিনপিং সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠকে বসেন।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ এশিয়ায় কাশ্মীর নিয়ে রাজনৈতিক ডামাডোলের পরিস্থিতিতে গত সপ্তাহেই চিনের প্রেসিডেন্ট জিনপিং সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠকে বসেন। পাকিস্তানের সঙ্গে যেখানে চিনের সম্পর্ক ভারতের ভ্রুকুটির কারণ হয়ে উঠেছিল , সেখানে তামিলনাড়ুর মন্দির শহর মহাবলীপুরমে চিনা রাষ্ট্রনেতার সঙ্গে মোদীর বৈঠক অনেকটাই বরফ গলিয়েছে বলে খবর। এই হাইভোল্টেজ বৈঠকের পরের দিনই নরেন্দ্র মোদীকে দেখা যায় , মহাবলীপুরমের বিচে প্লাস্টিকের জিনিসপত্র পরিষ্কার করতে। আর সেই থেকেই বিতর্ক শুরু। তবে সেই বিতর্কের ঝড়ের মধ্যেই এবাার সোশ্যাল মিডিয়ায় ভাইরা মোদীর কবিতা।

মমতার পর মোদী!

মমতার পর মোদী!

এর আগে, বহুবার সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কবিতা লিখতে দেখা গিয়েছে। তার বেশিরভাগই যদিও সাম্প্রতিক পরিস্থিতিরি বিচারে ক্ষোভ উগড়েই উঠে এসেছে। তবে নরেন্দ্র মোদী মহাবলীপুরমের সমুদ্র সৈকত থেকে যে কবিতা লিখেছেন তা সাগরের সঙ্গে কথোপকথোনের একটি অংশ। সমুদ্রের সঙ্গে কথাবার্তাই উঠে এসেছে মোদীর কবিতায়।

নরেন্দ্র মোদীর কবিতা

নরেন্দ্র মোদী মহাবলীপুরমের বিচে যে কবিতা লিখেছেন, তার সারমর্ম অনেকটাই সাগরকে উদ্দেশ্য করে। তবে কবিতায় সেভাবে রাজনৈতিক ক্ষোভ-বিক্ষোভের ছবি সেভাবে উঠে আসেনি। যদিও চিনের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর হাইভোল্টেজ বৈঠক এক্কেবারেই ছিল রাজনৈতিক হানাহানির প্রেক্ষাপটে।

মহাবলীপুরমের বিচ ও মোদী

জিনপিং এর সঙ্গে বৈঠকের পরের দিন মহাবলীপুরমের বিচে নরেন্দ্র মোদীকে দেখা যায় , প্লাস্টিকের ব্যাগ হাতে প্লাস্টিক কুড়িয়ে পরিষ্কার করতে। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সামালোচনা হয় , মোদীর হাতে অ্যাকুপ্রেশারের স্টিক নিয়েও। যে বিষয়টি খোলসা করেন স্বয়ং মোদীই।

<strong>[ পরিকল্পনায় বদল! পাকিস্তানের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন আরও সেনা]</strong>[ পরিকল্পনায় বদল! পাকিস্তানের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন আরও সেনা]

[বিধ্বংসী টাইফুনে বিপদগ্রস্ত জাপানকে সাহায্যের বার্তা মোদীর! এগিয়ে এলো ভারতীয় নৌসেনা][বিধ্বংসী টাইফুনে বিপদগ্রস্ত জাপানকে সাহায্যের বার্তা মোদীর! এগিয়ে এলো ভারতীয় নৌসেনা]

English summary
Modi Writes Poetry in mahabaliPuram, tweet goes Viral.Poetry written by Narendra Modi goes viral.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X