For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শপথ গ্রহণের আগেই সময় বেধে বৈঠক! মোদীর বাসভবনে হাজির ভাবী মন্ত্রীরা

শপথ গ্রহণের আগেই বেলা ৪.৩০-এ প্রধানমন্ত্রী মোদী মিলিত হবেন ভাবী মন্ত্রীদের সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে এই সাক্ষাৎপর্বটি হবে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

শপথ গ্রহণের আগেই বেলা ৪.৩০-এ প্রধানমন্ত্রী মোদী মিলিত হবেন ভাবী মন্ত্রীদের সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে এই সাক্ষাৎপর্বটি হবে বলে জানা গিয়েছে। এদিন সকালে দলীয় সভাপতি অমিত শাহের সঙ্গে মন্ত্রিসভার বৈঠক নিয়ে চূড়ান্ত পর্যায়ের বৈঠক করেন। এরপরেই মন্ত্রীদের তালিকা পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে।

শপথ গ্রহণের আগেই সময় বেধে বৈঠক! মোদীর বাসভবনে হাজির ভাবী মন্ত্রীরা

সন্ধে সাতটায় রাষ্ট্রপতি ভবনে মোদী মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শুরু। তার আগেই ভাবী মন্ত্রিদের সঙ্গে বৈঠক সেরে নিতে চলেছেন প্রধানমন্ত্রী। এদিন সকালে বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক রামলাল অমিত শাহের বাড়িতে গিয়ে দেখা করেন।

মন্ত্রিসভার চূড়ান্ত রূপ দেওয়ার আগে গত দুদিনে একাধিকবার বৈঠক করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বিজেপির এবারের জয়ের অন্যতম কারিগর অমিত শাহও মোদী মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন বলে সূত্রের খবর। স্বরাষ্ট্র কিংবা অর্থের মতো গুরুত্বপূর্ণ দফতর তিনি পেতে পারেন বলেও সূত্রের খবর।

মোদী সরকারের প্রথম মন্ত্রিসভার সদস্য থাকা রাজনাথ সিং, নীতীন গড়কড়ি, নির্মলা সীতারমন, পীযূষ গোয়াল, নরেন্দ্র সিং তোমার, প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদ, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি দ্বিতীয় মোদী মন্ত্রিসভাতেও স্থান পেতে চলেছেন বলে সূত্রের খবর।

এছাড়াও, বিজেপির সহযোগী দল হিসেবে শিবসেনা, জেডিইউ, এআইএডিএমকে, এলজেপি, অকালি দল, আপনা দলের সদস্যরাও মোদী মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন
বলে সূত্রের খবর।

রাষ্ট্রপতি ভবনে ৮ হাজার আমন্ত্রিতের জন্য প্রস্তুতিও সম্পূর্ণ। রাহুল গান্ধী, সনিয়া গান্ধি ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]

English summary
Ministers selected for oath of office will meet Prime Minister Narendra Modi at his residence at 4.30 on Thursday, shortly before the swearing-in ceremony, sources said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X