For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ও চিন সম্পর্কে ট্রাম্পের ‘অজ্ঞানতা’ দেখে বিস্মৃত নরেন্দ্র মোদী

ভারত ও চিন সম্পর্কে ট্রাম্পের ‘অজ্ঞানতা’ দেখে বিস্মৃত মোদী

  • |
Google Oneindia Bengali News

এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন তিনি ভারত ও চিনের মধ্যেও কোনও সীমান্ত যোগ নেই। সেই সময় মার্কিন প্রেসিডেন্টের ভূগোল সম্পর্কে এরকম দুর্বল জ্ঞান দেখে 'দু:খ’ প্রকাশ করেন মোদী।

'আ ওয়েল স্ট্যাবল জিনিয়াস' বইয়েই এই তথ্য প্রকাশ

'আ ওয়েল স্ট্যাবল জিনিয়াস' বইয়েই এই তথ্য প্রকাশ

সম্প্রতি পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত দুই আমেরিকান সাংবাদিকের সদ্য প্রকাশিত একটি বইয়ের মাধ্যমে একথা জানা গেছে। ফিলিপ রাকার এবং ক্যারল ডি লিওনিগ রচিত 'আ ওয়েল স্ট্যাবল জিনিয়াস' নামে ৪১৭ পৃষ্ঠার এই বইটি লিখেছেন বলে জানা যাচ্ছে। যেখানে মার্কিন রাষ্ট্রপতি হিসাবে ট্রাম্পের শাসনকালে প্রথম তিন বছরের বিভিন্ন অশান্তি সহ একাধিক জাতীয় ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে।

২০১৬ সালে ট্রাম্প ক্ষমতায় আসার পরই হয় এই বৈঠক

২০১৬ সালে ট্রাম্প ক্ষমতায় আসার পরই হয় এই বৈঠক

ব্যবসায়ী থেকে সফল রাজনীতিবিদে উত্তরণের পর ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। ওই বইতে দাবী করা হয় তারপরই কোনও এক সময় মোদী-ট্রাম্প একটি বৈঠকে ট্রাম্প মোদীকে বলেন যে, " ভারত আর চিনের মধ্যে আদপেও তো কোনও সীমান্ত নেই।" যদিও ঠিক কোন সময়ে এই কথা বলা হয় তার সঠিক সময়ে ওখানে নেই বলেই জানা যাচ্ছে।

হতবাক হয়ে যান মোদী

হতবাক হয়ে যান মোদী

ওই বইতে আরও লেখা হয় ভারত-চিনের ভূগোল সম্পর্কে ট্রাম্পের এই জ্ঞানের বহর দেখে "মোদীর চোখমুখে বিস্ময়ের ছায়া দেখা যায়।" তারপর প্রাথমিক ধাক্কা সামলে তার চোখমুখের ‘বিস্ময়কর অভিব্যক্তি ও উদ্বেগ' ঢেকে বাকি কথায় মনোনিবেশ করেন তারা।

পাশাপাশি বইটিতে এও লেখা হয় এরপর ট্রাম্পের একটি বিশ্বস্ত সূত্র মোতাবেক জানা যায়, মোদী এর কিছুক্ষণ পরেই বৈঠক ছেড়ে বেড়িয়ে যান এবং বলেন, 'ট্রাম্পের গুরুত্বের সঙ্গে বিষয় গুলি দেখছেন না। এই ধরণের মানুষকে আমি আমার পার্টনার হিসাবে মনে করতে পারবোনা।"

English summary
Modi was astounded at Trump's lack of knowledge of India and China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X