For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা অদৃশ্য শত্রু, আর আমাদের করোনা যোদ্ধারা অজেয়, তাঁদের উপর হামলা বরদাস্ত নয়, হুঁশিয়ারি মোদীর

করোনা অদৃশ্য শত্রু, আর আমাদের করোনা যোদ্ধারা অজেয়, তাঁদের উপর হামলা বরদাস্ত নয়, হুঁশিয়ারি মোদীর

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের মধ্যে দেশে আজ থেকে শুরু হয়েছে প্রথম দফার আনলক। প্রথম দিনেই করোনা যোদ্ধাদের নিয়ে দেশবাসীকে সতর্ক করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হুঁশিয়ার করেছেন করোনা যোদ্ধাদের উপর কোনও রকম হামলা বরদাস্ত করা হবে না। িতনি বলেছেন করোনা ভাইরাস আমাদের আদৃশ্য শত্রু। আর করোনা যোদ্ধারা অজেয়। এই অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই তাঁকা অজেয় শক্তি বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদী।

মোদীর হুঁশিয়াির

মোদীর হুঁশিয়াির

করোনা আমাদের আদৃশ্য শত্রু আর করোনা যোদ্ধা অর্থাৎ ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীরা এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করে চলেছে। তাঁরা অজেয়। তাঁদের উপর কোনও রকমের আক্রমণ বরদাস্ত করা হবে না। প্রথম দফার আনলক প্রথম িদনেই দেশবাসীকে এই নিেয় সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 আনলক ১

আনলক ১

দীর্ঘ তিন মাস লকডাউনের পর আজ থেকে শুরু হয়েছে প্রথম দফার আনলক। প্রক্রিয়া। গোটা দেশে অধিকাংশ জিনিসেই ছাড় দেওয়া হয়েছে। কেবল মাত্র কন্টেইনমেন্ট জোন ছাড়া সর্বত্র আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। কন্টেইনমেন্ট এলাকায় আরও এক মাস লকডাউন বহাল থাকবে বলে কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করা হয়েেছ।

করোনা যোদ্ধাদের কুর্নিস

করোনা যোদ্ধাদের কুর্নিস

ফের একবার ভিডিও বার্তায় করোনা যোদ্ধাদের কুর্নিস জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছে গত কয়েকমাস ধরে যেভাবে ভারতের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা লাগাতার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তাকে আমরা কুর্নিস জানাই। চিকিৎসকরা সেনার মতোই লড়াই করছেন। শুধু তাঁদের যুদ্ধের ক্ষেত্রটা পৃথক।

 রাজ্যগুলিকে বার্তা

রাজ্যগুলিকে বার্তা

করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যগুলিকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনও ভাবেই যাতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উপর কেউ আক্রমণ বা হামলা না চালায় সেদিকে নজর রাখতে হবে। এবং যাঁরা এই কাজ করবেন তাঁদের কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে বলে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

English summary
Modi warn will not tolerate attack on corona wariors in first day on unlock 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X