For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি দশকের শেষেই ভারতে 'সিক্স-জি' ইন্টারনেট আনতে চান মোদী

চলতি দশকের শেষেই ভারতে 'সিক্স-জি' ইন্টারনেট আনতে চান মোদী

  • |
Google Oneindia Bengali News

তাঁর হাত ধরে দেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়ার গুরুত্ব প্রচার করতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলও মিলেছে হাতেনাতে, প্রভূত উন্নতি করেছে দেশ। তবে এখানেই শেষ নয়, চলতি দশকের শেষে ষষ্ঠ জেনারেশন গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করার কথা ভাবছে ভারত। ইতিমধ্যেই একটি টাস্ক ফোর্স মাঠেও নেমে পড়েছে৷ মঙ্গলবার এমন ঘোষণাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

কী বললেন দেশের প্রধানমন্ত্রী?

কী বললেন দেশের প্রধানমন্ত্রী?

টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়ার রূপক জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদী বলেন, 'দ্রুত যোগাযোগ ব্যবস্থা একবিংশ শতকে ভারতের উন্নয়নের হার নির্ধারণ করবে। ঠিক এই কারনেই যোগাযোগ ব্যবস্থাকে প্রতিটি ক্ষেত্রে উন্নত, দ্রুততর করতে হবে।' মঙ্গলবারই ছিল ট্রাইয়ের (TRAI) ফাইভ-জি টেস্ট বেডের উদ্বোধন। সেই প্রসঙ্গে মোদী বলেন, ' ভারতের নিজস্ব ফাইভ-জি পরিমাপক বানানো হয়েছে, তার নাম ফাইভ-জি-আই। এটা দেশের কাছে গৌরবের বিষয়। দেশের প্রতিটি গ্রামে ফাইভ-জি ইন্টারনেট পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফাইভ-জি ইন্টারনেট দেশের শাসনব্যবস্থাতেও ভীষণভাবে উপযোগী হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সাহায্য করবে এটি। এর ফলে প্রচুর নিয়োগও হবে।'

রিচ, রিফর্ম, রেগুলেট, রেস্পন্ড এবং রেভোলিউশন!

রিচ, রিফর্ম, রেগুলেট, রেস্পন্ড এবং রেভোলিউশন!

এদিন টেলিকম সেক্টর সম্পর্কেও বলতে শোনা যায় মোদীকে। তিনি বলেন, 'কীভাবে আত্মনির্ভরতা এবং সুস্থ প্রতিযোগিতা একটি সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলে, টেলিকম সেক্টর তার প্রকৃষ্ট উদাহরণ। টু-জি জমানার দুর্নীতি, স্লথ গতি থেকে বেরিয়ে দ্রুতই দেশ থ্রি-জি থেকে ফোরজি এবং এখন ফাইভ-জি-সিক্সজিতে পা দিতে চলেছে।' তাঁর মতে, গত আট বছরে নতুন প্রযুক্তি টেলিকম সেক্টরে পঞ্চামৃত এনে দিয়েছে। রিচ, রিফর্ম, রেগুলেট, রেস্পন্ড এবং রেভোলিউশন যার ভিত্তি।

আরও যা বললেন মোদী!

আরও যা বললেন মোদী!

মোদী জানান, 'আজ আমরা টেলি-ঘনত্ব এবং ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা অনুযায়ী দ্রুততম হারে এগোচ্ছি। টেলিকম ছাড়াও অন্যান্য সেক্টরের এতে অগ্রণী ভূমিকা আছে।'
তিনি আরও বলেন, ' এখন ভারতের প্রতিটি গ্রামে অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়া হচ্ছে। ২০১৪র আগে দেশে ১০০ টি গ্রাম পঞ্চায়েতেও এই পরিষেবা ছিল না৷ এখন আমরা ১.৭৫ গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড পরিষেবা দিতে পেরেছি। শ'য়ে শ'য়ে সরকারি পরিষেবা এর মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যাচ্ছে।'

বাংলায় আসছেন আরএসএস প্রধান! ফল-মিষ্টি পাঠানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আসছেন আরএসএস প্রধান! ফল-মিষ্টি পাঠানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

English summary
Modi wants to bring '6G' internet to India by the end of this decade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X