For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুব সমাজের স্বার্থেই ই-সিগারেট নিষিদ্ধ করার সিদ্ধান্ত, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী

ই-সিগারেট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে মন কি বাত অনুষ্ঠানে সরকারের উদ্দেশ্য স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন যুব সমাজের স্বার্থেই সরকারের এই সিদ্ধান্ত।

Google Oneindia Bengali News

ই-সিগারেট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে মন কি বাত অনুষ্ঠানে সরকারের উদ্দেশ্য স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন যুব সমাজের স্বার্থেই সরকারের এই সিদ্ধান্ত। সরকার কোনওভাবেই চায় না দেশের যুব সমাজের কোনও ক্ষতি হোক। অথচ ই-সিগারেট ক্রমাগত সেই ক্ষতি করে চলেছিল। সেকারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যুব সমাজের স্বার্থেই ই-সিগারেট নিষিদ্ধ করার সিদ্ধান্ত, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী

তামাক সেবনের নেশা ছাড়তে যুবারা ই-সিগারেটের দিকে ঝুঁকছিলেন। তাঁদের মনে একটা ধারনা হয়ে গিয়েছিল ইসিগারেট মাদকের চেয়ে ভাল। কিন্তু ফল হচ্ছিল উল্টো। ই-সিগারেচ তাঁদের অজান্তেই ক্ষতি করে চলেছিল। ক্রমশ বাড়ছিল ই-সিগারেটের বিক্রি। দেশে একাধিক সংস্থার ই-সিগারেট বিক্রি করতে শুরু করেছিল। সেকারণেই বাধ্য হয়েই এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। রবিবার মন কি বাত অনুষ্ঠানে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী ই-সিগারেটে ব্যবহার এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
এদিন মন কি বাত অনুষ্ঠানে নবরাত্রি উপলক্ষ্যে কন্যা সন্তানদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে বলেছেন দেশবাসীকে। দেশের উন্নয়নে নারীর ভূমিকা অপরিসীম উল্লেখ করেই এই অনুরোধ বলে জানিয়েছেন তিনি।
এদিন মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

English summary
Modi urged the youth to give up tobacco and the use of e-cigarettes in Mann Ki Baat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X