For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্য এশিয়ার সঙ্গে প্রথম বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী

মধ্য এশিয়ার সঙ্গে প্রথম বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে প্রথম বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ জানুয়ারি মধ্য এশিয়ার সমস্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। তবে করোনা কাল। তাই এই বৈঠক হবে সম্পূর্ণ ভার্চুয়ালি।

মধ্য এশিয়ার সঙ্গে প্রথম বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী

পররাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সমস্ত শীর্ষ নেতারা এই বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে থাকবেন কাজাখস্তান, কীর্ঘিজিস্তান, তাজিকিস্তান, তুর্কিমিনস্তান, উজবেকিস্তানের রাষ্ট্রপতিরা উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, এত উচ্চপর্যায়ের বৈঠক ভারতের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে কখনও হয়নি। সবগুলি দেশই তাদের নিজেদের মধ্যে সম্পর্ক উচ্চ পর্যায়ে নিয়ে যাবার জন্য এই বৈঠক করছে। এই বিষয়টাই বৈঠকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, দেশ নেতারা তাঁদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন। বেশি গুরুত্বপূর্ণ হতে পারে আঞ্চলিক সুরক্ষা পরিস্থিতি।

পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে,ভারত-মধ্য এশিয়া সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে এই বার্তা দেওয়ার জন্য ভারত ও মধ্য এশিয়ার দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করছে।।ভারতের জন্য এই দেশগুলির সঙ্গে সুসম্পর্ক কতটা জরুরি সেটা বোঝাতেও এই বৈঠক করা হচ্ছে বলে জানা গিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রালয় এও জানিয়েছে যে, ভারত ও মধ্য এশিয়ার সঙ্গে এই বৈঠকের অর্থ দিল্লির সঙ্গে মধ্য এশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া। এর ফলে ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও বড় হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রালয়।

এর আগে মধ্য এশিয়ার দেশগুলিতে নরেন্দ্র মোদী গিয়েছিলেন ২০১৫ সালে। তখনও দেশগুলির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু সবাই একসঙ্গে কখনও একেবারে বৈঠকে বসেননি। সেটাই এবার হবে।

গত ১০ নভেম্বর ২০২১ সালে ভারত মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে আফগানিস্তান নিয়ে আলোচনায় বসেছিল। তখনই এই বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল । এখন তা স্পষ্ট হল।

English summary
modi to meet middle Asia countries presidents
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X