For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে অক্লান্ত লড়াই, পুনের নার্সকে ফোন করে ধন্যবাদ জানালেন মোদী

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনের নাইডু হাসপাতালের এক নার্সকে ফোন করে অভিনন্দন জানালেন। পুনের এই নাইডু হাসপাতালেই চলছে কোভিড–১৯–এর রোগীদের চিকিৎসা। এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন হাসপাতালের কর্মীরা।

পুনের নার্সকে ফোন মোদীর


পুনে পুরনিগমের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে শুক্রবার সন্ধ্যায় ওই হাসপাতালের নার্স ছায়া জগতাপকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী। নার্স ও প্রধানমন্ত্রীর কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোভিড পজিটিভ রোগীদেরই দেখাশোনার দায়িত্বে রয়েছে ছায়া জগতপ। প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া স্বাস্থ্য সরঞ্জাম ঠিকমতো আছে কিনা, সেই বিষয়েও জানতে চান প্রধানমন্ত্রী। হাসপাতালের বাকি কর্মচারীদের স্বাস্থ্য ঠিক আছে কিনা, সেই বিষয়েও খোঁজখবর নেন তিনি।

মারাঠিতে কথোপকথন শুরু হয়। নার্স সুস্থ রয়েছেন কিনা এবং কোভিড–১৯ রোগীদের চিকিৎসার কারণে তাঁকে নিয়ে তাঁর পরিবার ভয়ে রয়েছেন কিনা তা জিজ্ঞাসা করেন মোদী। ছায়া প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে বলেন, '‌হ্যাঁ, আমি আমার পরিবার নিয়ে উদ্বেগে রয়েছি, কিন্তু কাজ থামালে চলবে না। এই পরিস্থিতিতেও রোগীদের সেবা করাই আমাদের ধর্ম। আমি তা বজায় রাখছি।’‌ এরপর মোদী জিজ্ঞাসা করেন যে কোভিড–১৯ এ আক্রান্ত রোগীরা কি ভয় পাচ্ছে?‌ ছায়া বলেন, '‌আমরা চেষ্টা করছি ও তাঁদের সঙ্গে কথা বলছি। আমরা বলছি ভয় না পেতে এবং আশ্বস্ত করছি যে কিছুই হবে না। তাঁরা সুস্থ হয়ে উঠবে।’‌

হাসপাতালের কর্মীরাও কোভিড–১৯ পজিটিভ রোগীদের সুস্থ হয়ে উঠতে সব ধরনের সহযোগিতা করছে বলে মোদীকে জানিয়েছেন ছায়া। ওই নার্স মোদীকে জানান যে করোনায় আক্রান্ত সাতজন রোগী সুস্থ হয়ে উঠেছেন এবং তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়াও হয়েছে।

মোদী অন্য হাসপাতালে এই রোগের বিরুদ্ধে লড়াই করতে থাকা লক্ষ লক্ষ স্বাস্থ্যকর্মীদের বিষয়ে কিছু বলতে বলেন ছায়াকে। ওই নার্স বলেন, '‌ভয়ের কোনও কারণ নেই। আমরা এই রোগকে তাড়াবো এবং দেশকে জয়ী করব। এটাই লক্ষ্য হওয়া উচিত হাসপাতাল ও তার কর্মীদের।’‌

English summary
fight aginst coronavirus, PM Narendra Modi calls up pune nurse, thanks for her effort,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X