For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মানুষের স্বভাবই হচ্ছে..',পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীদের বড়সড় বার্তা মোদীর

'মানুষের স্বভাবই হচ্ছে..',পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীদের বড়সড় বার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের তৃতীয় দফা উঠবে কি না, বা উঠলেও তা কিভাবে তোলা হবে, সেই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন মোদী। বৈঠকে অর্থনৈতিক বিষয়বস্তু নিয়ে একাধিক আলোচনা চলছে। অন্যদিকে, পরিযায়ী শ্রমিকদের ইস্যুটিও মোদীর বৈঠকে যথেষ্ট গুরুত্ব পেয়েছে।

মোদী যা বলেছেন

মোদী যা বলেছেন

এদিনের বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, 'এই যুদ্ধে (করোনা) গোটা বিশ্ব বলছে যে আমরা সফলভাবে করোনার মোকাবিলা করেছি। এই যুদ্ধে রাজ্যসরকারগুলিই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তারা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। ..' এভাবেই এদিন রাজ্যপ্রশাসনগুলিকে প্রশংসায় ভরিয়ে দেন মোদী।

'মানুষের স্বভাবই হচ্ছে..'পরিযায়ী ইস্যু

'মানুষের স্বভাবই হচ্ছে..'পরিযায়ী ইস্যু

'আমরা জোর দিয়েছিলাম যাতে মানুষ ঘরে থাকেন। .. তবে মানুষের স্বভাবই হচ্ছে বাড়ি যাওয়া.. তার জন্য আমাদের সিদ্ধান্তগুলিকে বদলাতে হবে। এরসঙ্গে নজর রাখতে হবে যাতে রোগ ছড়িয়ে না পড়ে। যাতে গ্রামে ছড়িয়ে না পড়ে, তার চেষ্টা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।' এমনই বক্তব্য রাখেন মোদী।

বৈঠকে মুখ্যমন্ত্রীদের দাবি

বৈঠকে মুখ্যমন্ত্রীদের দাবি

সূত্রের খবর অনুযায়ী বিভিন্ন মুখ্যমন্ত্রীরা বৈঠকে দাবি জানিয়েছেন অর্থনৈতিক কাজকর্ম দেশে শুরু করতে গেলে , কনটেইমেন্ট জোন বাদে বাকি অংশ থেকে যেন লকডাউন তুলে নেওয়া হয়। না হলে অর্থনৈতিক কাজকর্ম চালানো সম্ভব হবে না। অন্যদিকে, কনটেইমেন্ট জোন-কে যত্নে রাখাও প্রয়োজন, তাই সেখানে লকডাউন রাখার বার্তা দেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

ট্রেন চালু না করার দাবি!

ট্রেন চালু না করার দাবি!

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর এদিনের বৈঠকে সাফ জানিয়েছেন যে, ট্রেন পরিষেবা যেন দেশে চালু না করা হয়। তিনি জানান, করোনা যুদ্ধে যা বিপদই আসুক না কেন, সমস্ত কিছু সমালাতে তিনি প্রস্তুত। কিন্তু ট্রেন পরিষেবা চললে সমস্যা সবার হবে।

বাবুলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! ফেক ছবি পোস্টে কড়া ব্যবস্থা পুলিশেরবাবুলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! ফেক ছবি পোস্টে কড়া ব্যবস্থা পুলিশের

English summary
Modi tells CMs to focus on Migrant labours , says Human nature is to want to go home,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X