For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্বশুরকে পিছন থেকে ছুরি মেরেছেন! অন্ধ্রপ্রদেশে গিয়ে মোদীর তির চন্দ্রবাবুকে

এবার চন্দ্রবাবু নাইডুকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুন্টুরে প্রজা চৈতন্য সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, চন্দ্রবাবুশ্বশুরকে পিছন থেকে ছুরি মেরেছেন।

  • |
Google Oneindia Bengali News

এবার চন্দ্রবাবু নাইডুকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুন্টুরে প্রজা চৈতন্য সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, চন্দ্রবাবু শ্বশুরকে পিছন থেকে ছুরি মেরেছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, রাজ্যের মানুষের উন্নয়নের কথা বলে নিজের উন্নয়নে শামিল হয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

চন্দ্রবাবুর বিরুদ্ধে অভিযোগ

গুন্টুরে প্রজা চৈতন্য সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ, দেশের মানুষকে ধোঁশায়া রেখেছেন চন্দ্রবাবু। আর দেশব্যাপী মিথ্যা বলার প্রতিযোগিতায় সামিল হয়েছেন। সঙ্গে প্রধানমন্ত্রীকেও কুকথা বলেছেন। অনন্থপুরে কেন্দ্রী বিশ্ববিদ্যালয়, বিশাখাপত্তনমে আইআইএম এবং মাঙ্গাকাগিরিতে এইমসের প্রস্তাবের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

'শ্বশুরকে পিছন থেকে ছুরি'

প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, চন্দ্রবাবু নাইডু টিডিপির প্রতিষ্ঠাতা তথা শ্বশুর এনটি রামা রাও পিছন থেকে ছুরি মেরেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, নাইডু এনটিআর-এর ইচ্ছা পূরণের কথা প্রচারে বলতে পারেন, কিন্তু কাজে তা করেননি। নির্বাচনে হেরে এবার নিজের ছেলেকে রাজনীতিতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দাবি

অন্ধ্রপ্রদেশকে বঞ্চনার অভিযোগের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গত ৫৫ মাসে কেন্দ্রের তরফে অন্ধ্রপ্রদেশের উন্নয়নে পর্যাপ্ত সাহায্য করা হয়েছে। কিন্তু তা ব্যবহার করতে পারেনি তারা। রাজ্য বিশেষ মর্যাদার দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ মর্যাদার সম পর্যায়ের সাহায্য রাজ্যকে দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর জবাব

এদিন প্রধানমন্ত্রীর সভার বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি। টিডিপি, বাম, কংগ্রেস রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। মোদী গো ব্যাক স্লোগানও ওঠে। ছিল নো মোর মোাদী পোস্টারও। এর জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী।

কংগ্রেসের ছাত্র সংগঠন করা চন্দ্রবাবু নাইডু ১৯৮৩ সালে টিডিপিতে যোগ দেন। এনটিআর কন্যা ভুবনেশ্বরীকে বিয়ে করেন এবং আস্তে আস্তে দলের প্রধান হয়ে ওঠেন।

English summary
Modi takes on Chandrababu Naidu from his Guntur Sabha, calls him a senior backstabber
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X