For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থনৈতিকে চাঙ্গা করতে স্বদেশী দ্রব্য কেনার উপর জোর মোদীর

স্থানীয় পণ্যের চাহিদা বাড়াতে এবার স্বদেশী দ্রব্য কেনার উপর জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতে মাসে মন্ত্রী পরিষদের একটি বৈঠকে এমনটাই বার্তা দিতে দেখা গেল নরেন্দ্র মোদী

  • |
Google Oneindia Bengali News

সরকারি সূত্রে খবর, ওই বৈঠকে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপিতে স্বাক্ষর না করার বিষয়টি উত্থাপন করে দেশীয় পণ্য কিনে স্থানীয় দ্রব্যের পর্যাপ্ত চাহিদা বাড়ানোর ডাক দেন প্রধানমন্ত্রী। আরসিইপি হল এমন একটি মুক্ত বাণিজ্য চুক্তি যা এশিয়ার ১০টি দেশের মধ্যে কিছুদিন আগেই প্রস্তাবিত হয়। পাশাপাশি ভারত, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অন্ত:দেশীয় মুক্ত বাণিজ্যিক সম্প্রসারণের জন্যও এই চুক্তি বিশেষ ভূমিকা রাখতে পারতো বলে মনে করা হচ্ছে।

অর্থনৈতিকে চাঙ্গা করতে স্বদেশী দ্রব্য কেনার উপর জোর মোদীর

গত ৪ঠা নভেম্বর এই মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আরসিইপির একটি অধিবেশন থেকে ফিরে এসে মন্ত্রী পরিষদের বৈঠকে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তবে বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে নির্দিষ্ট কোনও দেশের নাম উল্লেখ করতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। পাশাপাশি আরএসএস অনুমোদিত স্বদেশী জাগরণ মঞ্চও ভারতের আরসিইপি প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। এই সংস্থার অন্যতম কর্মকর্তা অশ্বিনী মহাজন বলেন, "ভারতে আরসিইপির অনুমোদন হলে চিনের মত দেশ গুলি ভারতের শিল্পোন্নতিকে আরও ক্ষতির মুখে ঢেলে দেবে।"

স্থানীয় পণ্য কেনার বিষয়ে দেশের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে আর কোনও পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা তা নিয়েও ওইদিনের বৈঠকে মন্ত্রী পরিষদ আলোচনা করেছে বলে খবর। সূত্রের খবর, পাশাপাশি মন্ত্রী পরিষদের ওই বৈঠকে মন্ত্রীদের ব্যয় ২০ শতাংশ কমানো ও তাদের বিদেশ ভ্রমণকেও নিয়ন্ত্রণে আনার প্রস্তাব দেওয়া হয়।

English summary
Modi emphasizes the purchase of indigenous products for the country\'s economic stability
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X